![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
-কিগো! স্বপ্ন কিনবে বুঝি ?
আছে নানান রকম স্বপ্ন,
এসো, নিয়ে যাও মন যা চায়।
-স্বপ্ন বুঝি কেনা যায়!
আজব তো!
-হ্যাঁ-গো হ্যাঁ, এই দেখ হরেক রঙ্গের স্বপ্ন।
কোথাও খুসি, কোথাও দুখ।
তোমার কি লাগবে বলো ?
-তোমার কাছে কী অনেক দুখ হবে ?
-কেন-গো ? তোমার বুঝি অনেক সুখ ??
সুখইতো ভাল ! আমার কতো খদ্দের!!
সবে সুখ কিনে নেয় চ...ড়া দামে,
এই দেখ দুখগুলো সব জমা পড়ে আছে।
-নাগো, আমার সুখ সয় না,
একসময় কতো সুখ ছিলো!
সব হারিয়ে গেছে, আ..র ফিরে আয়েনি।
আমায় তোমার সব দুখ দিয়ে দাও।
-নাগো না, আমি এত নিঠুর না
এতো দুখ তুমি সইতে পারবে না।
-কেন আমায় কী তুমি মৃত ভাবছো ?
আজও দিব্বি বেঁচে আছি !
এইযে এখানে দেখ; দেখ
ঢের দুঃখ্য আছে তোমার চেয়ে।
সব পুরাতন হয়ে গেছে,
তাতে কি, এর জ্বালা সেই আগের মতন।
তুমি কিছু নতুন দুখ দাও
তোমায় পুষিয়ে দেবো।
দেখি এই দুখে পুরান দুখগুলো ঢাকা পরে কিনা।
২| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১০:৩৩
সুমন জেবা বলেছেন: -স্বপ্ন বুঝি কেনা যায়!
-হ্যাঁ-গো হ্যাঁ, এই দেখ হরেক রঙ্গের স্বপ্ন।
৩| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৩১
মুহামমদ মিনহাজ বলেছেন: @তাসনুভা সাখাওয়াত বিথি
ধন্যবাদ
৪| ০৩ রা জুন, ২০১৩ সকাল ১১:৫১
মুহামমদ মিনহাজ বলেছেন: @সুমন জেবা
:p
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৩ রাত ৯:৫৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাল লাগা রইল