![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
কই নাতো !
তোমার অষ্টদশী চেহারায় কোথাও দেখিনি
কোথাও দেখিনি দুখের এতোটুকু ছাপ।
বরং সেখানে দেখেছি প্রাপ্তির আনন্দে
উল্লসিত সুখের বহমান ফোয়ারা।
শত দুখির প্রাণে যে সুখ নিমিষেই,
নিমিষেই জাগিয়ে দিতে পারে বাঁচার প্রেরণা।
তবে তুমি আজ
এভাবে বর্ষার সাথে রেষারেষি করছো কেনো ?
ও মেঘে আর কতো জল আছে বল !
অবশেষে সহস্রের সুখের বর্ষাকে হারিয়োনা।
আমারই ভুল ছিল
ভুল ছিল তোমাকে এক পলকের দেখায় সুখি ভাবা,
আমার কী দোষ বল; শত দুখে একটু হাঁসি দেখেছি তো
তাই হয়তো ফাগুনের আড়ালে
যে নিকষ মেঘরাসি ছিল
তা নজরের আড়ালেই রয়ে গেছে গোপনে।
জানতে ইচ্ছে হয়
গহীনে এতো প্রলয়রাশি রেখে
কিভাবে এমন নির্মল নির্জলা সুখের হাঁসি হাঁস ?
যেখানে শতদর্শীর ও নজর পিছলে যায়
ভুলের জোয়ারে আজও ভেসে যায় ?
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৬
মুহামমদ মিনহাজ বলেছেন: ধন্যবাদ আপু
২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
+++ রইল
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯
মুহামমদ মিনহাজ বলেছেন: ধন্যবাদ +++ রইল
৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০
শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কাব্য
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩০
মুহামমদ মিনহাজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন।