নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

তুমি-ই প্রথম

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১০

বিশ্বাস কর আমার হৃদয়-পথে তুমিই প্রথম

তুমিই আমার প্রথম প্রেম-যাত্রি।

প্রথম কারো আলতো ছোঁয়া পাওয়া

অবশেষে শিহরনে কেঁপে কেঁপে ওঠা।



তোমার প্রথম ছোঁয়া আমায় অবশ করে দিয়েছে

নিদ্রার তলে প্রতি রাতে গজিয়ে ওঠা

সবকটি ঘুমের বীজ নষ্ট করে দিয়েছে।

এখন আমি নিদ্রা-বন্ধা !

বিছানার এ-পাশ ও-পাশ করে

ভাবনায় তোমার স্পর্‌শের ছোঁয়ায় এখনো কেঁপে কেঁপে উঠি।

এভাবেই কেটে যায় নিদ্রাহীন রাত।



পূবের মার্‌তন্ড যখন

ধিরে ধিরে ক্ষীন আলো থেকে সবুজ পাতা

মাঠ-ঘাট, কৃষানের কষ্ট পুড়িয়ে দেয়ার শক্তি পায়।

ঠিক তখন আমার আশাও মাথাছাড়া দিয়ে ওঠে,

আজ ভাবনার কোল ছেড়ে ঘুমের কোলে মাথা পাতবো।

আমার নরম গালে তোমার আলতো হাতের ছোঁয়া

ঘুমের বীজে প্রাণ ফিরিয়ে দিবে।

তৃপ্তির একচিলতে হাঁসি ঠোঁটে ঝুলিয়ে

একটু ঘুমিয়ে নিব।



প্রতিদিনের এই ব্যার্‌থ আশা

আজও ব্যার্‌থতায় ছেয়ে যাক আমি চাই না।

আমি চাই স্বপ্নের পাড় ছেড়ে

সকল স্বপ্নেরা যেমন বাস্তবতার হাত ধরতে ব্যাকূল

তুমি, হ্যাঁ তুমি ও ফিরবে বাস্তবে।

ও-পাড়ে থেকে আমার নিদ্রা-বন্ধা করে

বিজয়িনীর হাঁসি হাঁসবে তা আমি চাই না।



আমি চাই তুমি আসবে

প্রতিটা মুহুর্‌ত ভালবাসা প্রেম আর সেই ছোঁয়া

যেই ছোঁয়ার আবেশে আমি আজও কেঁপে কেঁপে উঠি,

ভরিয়ে দিবে আমার এখান থেকে এখান অবধি।

আমি ঘুমোতে চাই,

সেই সুখ নিয়ে ঠোঁটে একচিলতে হাঁসি ঝুলিয়ে

তৃপ্তির ঘুম ঘুমোতে চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.