নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

¦♣¦ আধখানা ছবি দিও ¦♣¦

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

প্রিয় তোমার আধখানা ছবি দিও আমারে

বাকি আধখান আমার অন্তর মিলায়ে নিবে,

আধো নীদ আধো জাগরনে মোর স্বপনে; কিংবা

কোন শীতের সকালের শিশির জলে তুমি পাঠিয়ে দিবে।

তোমার আধখানা ছবি !



যে পাশের খোঁপায় শিউলি গেঁথেছো জতনে

যে চোখের কাজল মুছে যায়নি বরিষার ঝরনে,

যে পাশের গাল বেয়ে নেমে আছে একগুচ্ছ এলো চুল

রক্তিম আলতার সদ্য দাগ লেগে আছে যে চরনে।

আধখানা ছবি দিও সে পাশের !



আকাশের বুকে টানায়ে রাখিব সেই তোমার ছবিখান

জোছনার আলো আসি পড়বে সে ছবির উপরে,

মাটির বুকে হাঁসিবে উল্লাসে সে ছায়া

সকলে দেখিবে অবাক হয়ে তোমার কী রুপ আহারে।

আধখানা ছবি দিও আমারে !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫০

শিশেন সাগর বলেছেন: লেখা ভালো লেগেছে। আরেকটু ঘসামাজা করলে আরো সুন্দর লাগতো। একটু সময় দিবেন আশা থাকলো। শুভ কামনা। লেখার থিমটা আসলেই খুব সুন্দর। আধখানা মিলায়া নেবো!

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৮

মুহামমদ মিনহাজ বলেছেন: ধন্যবাদ ভাই, কষ্ট করে পড়ার জন্য।
আমি আমার জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করে যাব, ইনশা-আল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.