নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

রাজনৈতিক হায়না বনাম বাংলাদেশে !!! মুক্তি কবে ???

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৮

যেখানে অজানা আতংকে সমস্ত দেশ কাঁপছে সেখানে আমি কোন বীর যে মন শক্ত করে এই সময়ে রাস্তায় বের হব ! কথাটা শুধু আমার একার না, এই বাংলাদেশের (বাংলার না) প্রায় প্রত্যেকটা সাধারণ মানুষের। প্রতিদিন রাস্তায় ভিড় বাড়াতে যে বড়লোকি বাবুরা ব্যাক্তিগত গাড়ি হাঁকিয়ে কাজে বেরতেন তারাও খুব শখের গাড়িটা পার্কিং ঘরে রেখে ১০ টাকায় ধুলো আর বালি মাখা হাওয়া গায়ে মেখে কাজে বেরন। আর যদিও এই সময়ে গরিব শ্রেণির তিন চাকার প্যাডেল মারা যানটা নিরাপদে রাস্তায় চলার কথা, কিন্তু তাও আজকাল হয়ে উঠে না। হায়েনারা তাতেও ভাগ বসায় ! খুবলে তুলে নেয় তাদের উপার্‌জনের শক্তি, মাধ্যম স...ব।



কে করছে এইসব ? সবারই জানা কথা, বি,এন,পি এবং তাদের সঙ্গি দেশের শত্রু রাজাকার খ্যাত জামায়াত-শিবির ! আর কেনই বা করবে না, তারা তো সেই স্বাধিনতা থেকেই এই বাংলাদেশের চিহ্‌নিত শত্রু !

ক্ষমতার লোভে মত্ত হয়ে যারা মানবতা, দয়া, বিবেক সব খুইয়েছে তারাই তো মানুষ পুড়িয়ে মারবে। পুড়বে শত প্রাণের রক্ত ব্যায়ে উপার্‌জিত স্বপ্ন। ভাংবে মানুষের নিশ্চিন্তে রাস্তায় বেরনোর শক্তি ! তাদের দ্বারা তো কখনো দেশের মঙ্গল কাম্য নয়। আশা করি আমার কথায় জনতার সায় পাবো।



পত্রিকা-টিভি পর্‌দায় প্রতিদিনের মৃত প্রাণের নির্‌মম আকুতি সবার চোখেই কান্না ধরিয়ে দেয়। জাগিয়ে তোলে মরা 'মানবতা'কে ও ! যার ফলে অনেকের মুখেই এই নোংরা রাজনীতির পথে চলার বিরুপ কথা শুনা যায়, কিন্তু সেই মানবতার সেখানেই ফের মৃত্যু হয় !

আবারও জমে রাজনীতি নিয়ে মানুষ খুনের মহা পশড়া !



আর এই রাজনীতির প্রধান বর্‌তমানে আওয়ামীলীগ আর বি,এন,পি, যদিও এখন বি,এন,পি'র শক্তি বলতে সেই কন্ঠেই থেমে আছে !

খুব শান্তিতে যারা এই রাজনীতির ফল ভোগ করছেন তারা হলেন এই দুই দলের প্রধানেরা। আয়েশি হালে দিন কেটে যায় তাদের, ঠিক ক্ষমতা ছাড়ার আগ পর্‌যন্ত ! আর ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহুর্তে জনগনের জন্য তাদের প্রাণ এতটাই আকুলি বিকুলি করে উঠে যে, পারে তো 'রামায়ন রচনায় তুষ্ট হয়ে বাল্মিকি কে পেলা স্বরুপ সন্যাসিরা যেভাবে তাদের ন্যাংটি খুলে দিয়েছিলো' তাই তারা করে ! এতোটাই দরদি হয়ে উঠে তারা !!! তারপর ক্ষমতায় গেলে দেশের জনগন ঠিকভাবে খেয়ে পরে সেই ন্যাংটিটা গায়ে জড়ানোর সাধ্য আছে কিনা সেই খবর ও কেউ রাখে না।



বরং তারা তখন হয়ে যায় বিরোধি দলের হামলা থেকে নিজেদের বাঁচানোর উন্নত মানের বর্‌ম। আর বিরোধি দলের ক্ষমতা হারানোর ক্ষোভে লেলিয়ে দেয় তাদের মুর্‌খ সমর্‌থকদের। জ্বলে দেশময় আগুন, পুড়ে মানুষ, ভাঙ্গে ব্যাবসা প্রতিষ্ঠান ও শত মানুষের স্বপ্ন !



সমর্‌থকদের মুর্‌খ কেন বল্লাম ? মূলত এই দেশে রাজনীতির সাথে জড়িত অধুকাংশ মানুষই মুর্‌খ। কেউ মূলেই মুর্‌খ আর কেউ ক্ষমতা বা যেকোন স্বার্‌থের লোভে খুব সহজেই মুর্‌খ বনে যায়। তা না হলে কেন ? কেন তারা এভাবে একটা স্বাধিন দেশের মানুষকে শান্তিতে থাকার অধিকার থেকে বিরত রাখবে ? কেন এই দেশের রাষ্ট্রিয় সম্পদ এভাবে হাঁসতে হাঁসতে ধ্বংস করবে ? কেন এই মায়ের বুক তার সন্তানের রক্তে লাল করবে ?



এই রক্তা-রক্তি কি শুধু একদলই করছে ? নাতো, এই দেশে তো আগেও গাড়িতে আগুন লেগেছে, পুড়েছে মানুষ, মানুষের স্বপ্ন। এমনকি বর্‌তমানে যারা মহান দেশপ্রেমিকের খ্যাতাব গলায় ঝুলিয়ে রাজাকার নিধনে মগ্ন আছে, তাদের ও জনগনের রক্তে হলি খেলার সুনাম (!) আছে। তাহলে ঐ রাজাকারদের সাথে আর এদের অমিল কোথায় !!! স্বাধিনতার নামে যদি দেশের মালিক হওয়ার লড়াইয়ে এখনো মানুষ একে অন্যেকে স্রেফ ক্ষমতার লোভে মেরে ফেলে, দেশের সম্পদ নষ্ট করে তাকে আমি কেন, ডাস্টবিনের কুকুর ও চিৎকার করে বলবে 'তুই মুর্‌খ' !!!

এমন কি সেই কুকুরটার চেয়েও নিকৃষ্ট !



আর স্বাভাবিকভাবেই বলতে বাধ্য হচ্ছি, এই দেশ কারো বাপের না কারো স্বামীর সম্পদ না !

খুব স্পষ্ট করেই লিখিত ভাষায় আজও বলা হচ্ছে ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে এই বাংলা স্বাধিন হয়েছে। আর মায়েদের ইজ্জত এতটাই লুন্ঠিত হয়েছে আজ এই দেশটাকে 'মা' ডেকেই শান্তির নিঃশ্বাস গ্রহণ করছে কোটি কোটি সন্তান।



অসংখ্য সন্তান এখনো এই বাংলায় বেঁচে আছে গলিত-অর্‌ধগলিত শহীদদের লাশের সাথে খেলা করে বড় হতে হতে অবশিষ্ট কংকালটুকুও মাটিতে মিষে যেতে দেখেছে !



সেই তাদের ত্যাগের কথা ভাবুন, দেখবেন হায়েনার স্বভাব আপনার থেকে উবে গেছে। আরেকটু মন দিয়ে ভাবুন, ভাবতে ভাবতে যেন আবার বেলা ফুরিয়ে যায় না !



≡≡≡≡জয় বাংলাদেশ≡≡≡≡

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

বোধহীন স্বপ্ন বলেছেন:
ভালো লাগল আপনার লেখাটি । কষ্ট লাগে মানুষের দলকানা আচরণ দেখে ।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২০

মুহামমদ মিনহাজ বলেছেন: জ্বি ভাই, কেউ-ই এখন দেশের কথা ভাবে নাহ !

২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

এম আর ইকবাল বলেছেন:

শান্তির অপেক্ষায় আমরা ।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৪

মুহামমদ মিনহাজ বলেছেন: আমরা এমন পরিস্থিতিতে আছি যে, কিছু না বলেই অপেক্ষা করে যেতে হবে। বল্লেই ঘ্যাচাং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.