নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

তোমাকেই বলছি 'রুপা'

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

এইযে নীলাম্বরি 'রুপা'

হ্যাঁ তোমাকেই বলছি,

তুমি জান কী; তোমাকে আমি কতটা ভালবাসি !

হয়তো জানবে না তবে শুনো,

জোসনা রাতের নিকশ আঁধার যেখানে মিলেছে

তার দূরত্বের সমান তোমায় ভালবাসি।



আমাকে কি ভালবাসবে ?

আমাকে জানতে চাও; সে আমি বলে দিচ্ছি,

আমি বাপু ঐ 'হিমু' হতে পারবোনা !

আমি মোটেই গরম সহ্য করতে পারি না

একেবারে ঘেমে নেয়ে একাকার হয়ে যাই।

তোমার অবশ্যই তা ভাল লাগবে না !

আর খালি পায়ে হাঁটা; সেটাতো দুঃসাধ্য !

এই শহরের নোংরা পথের কথা না হয় বাদ-ই দিলাম,

আবহাওয়ার বৈরিতায় পিছ-ঢালা পথ যেন সৌর প্যানেল।

না বাপু সত্যিই আমি হিমু হতে পারবোনা !



তবে হ্যাঁ, কথা দিতে পারি

জোসনা রাতে তোমার সাথেই জোসনা দেখবো।

যদিও সবাই যখন জোসনা দেখে আমি তখন দেখিনা,

আমি চাঁদটাকে খুব একাকি পেতে চাই।

তোমার জন্য না হয় সেই সুখটা বিসর্‌জন দিব !

দুজনে মিলে কোন দীঘির পাড়েই কাটিয়ে বিব সেই রাত।



তুমি শুধু 'রুপা' হয়েই থেকো !

আকাশ নীল শাড়ির সাথে কপালের নীল টিপটা ভালই লাগে,

যেন ভালবাসার সাগরের মাঝেই ভেসে উঠেছে নীল দ্বিপ।

যেখানে গড়ে তোলা যায় অশেষ ভালবাসার প্রলয়।

আমি সেই ভালবাসাই চাই; তুমি দিবে কী ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.