নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশপ্রেম ও যে কথা বলতে যেয়েও বলা হয়না !!!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫

দেশপ্রেম কি ?

খুব সহজ ভাষায় বলতে গেলে আমি এটুকুই বলতে পারবো "ব্যাক্তির নিজ দেশের প্রতি প্রত্যক্ষ বা পরক্ষ প্রেম"।

 

এখন কিছু শক্ত কথা বলব কিন্তু আপনাকে তা খুব সহজভাবে বুঝে নিতে হবে। হুম দেশপ্রেম নিয়ে যা বলছিলাম, মূলত এই দেশপ্রেম থাকলেই ব্যাক্তি এমন সবকিছু করতে পারে যা তার দেশের জন্য কল্যানকর। তো আসুন সেই কঠিন কথাগুলো জানিঃ

 

* এই দেশপ্রেম আছে বলেই আমরা এমন কিছু মানুষকে দেখেছি যারা এখন রাজাকার নামে আমাদের মাঝে পরিচিত। হে হে চেতার কিছু নাই, রাজাকারদের দেশপ্রেমকে শ্রদ্ধা করা শিখুন ! যেই দেশপ্রেম দিয়ে তারা বাংলাদেশের মানুষের উপর এমন ঘৃণিত কাজ করতে পেরেছে যার বর্ণনা দেয়ার অপেক্ষা রাখে না। রাজাকাররা বাংলাদেশকে কষ্মিনকালেও ভালবাসেনি, বরং তারা ভালবেসেছে তাদের দেশ পাকিস্তানকে। যার ফলে তাদের চোখের সামনে তাদের প্রিয় দেশের ভাগাভাগি মেনে নিতে পারেনি। আর তার ফলশ্রুতিতে তারা তাদের জ্বিদ মেটানোর জন্য তাদের দেশের দখলদ্বারদের উপর নির্মম অত্যাচারে লিপ্ত হয়েছে !

 

এই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার দেশপ্রেমকে একটু যাচাই করে নিন। ত্রিশ লক্ষ প্রাণের রক্তে ধোয়া স্বাধীন বাংলাদেশের চীটমহলগুলো যেই হায়েনাদের দখলে পড়ে আছে, যেই ভূমির মানুষগুলো স্বাধীন হয়েও অন্যের রুটিন মেনে দিনান্তের কার্যক্রম সম্পন্ন করতে হয় তাদের বিরোদ্ধে রাজাকারদের মতো হামলে পড়া তো দূরের কথা মুখ খুলে দুটি কথা কখনো কী বলেছেন ???

 

* আবার ও সেই দেশপ্রেম নিয়েই বলি, কারণ এখন এই দেশে দেশপ্রেমের বাজার খুব চাঙ্গা ! যে যত বেশি দেশপ্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারবেন সে তত বেশি ক্ষমতার মালিক হতে পারবেন আর ক্ষমতা থাকলে অর্থ প্রতিপত্তির মালিক হতে পারা এখন নাকি খুব স্বাভাবিক বিষয় ! তো দেখতে থাকুন দেশপ্রেম, আমি শুধু পথ দেখাই !!!

 

রাজনীতিতে বিরোধী দলের দেশপ্রেম ! তাদের দেশপ্রেমের একমাত্র দাবি কোন সংবিধান বিরোধী সরকার ক্ষমতায় থাকতে পারবে না ! আর এদিকে তারা ভুলে বসে আছে যে সংবিধান ক্ষমতাসীন দল পরিবর্তন করে রেখেছে তাদের নিয়ম মতই, তারা ক্ষমতায় আছে বলে কথা !কিন্তু বিরোধী দল তাদের দাবিতে অনড়, এর জন্য যা কিছু সম্ভব তারা করেই ছাড়বে ! যেমন ধরুন সমস্ত দেশের মানুষ যখন একটা সংলাপের জন্য তির্থের কাক হয়ে আছে তখন তারা গনতন্ত্র রক্ষার জন্য (!) ঢাকায় আসছে মার্চ করতে করতে !!!

 

আর সরকার পক্ষ দলের দেশপ্রেম ! কোন মিটার দিয়ে মাপলে হয়তো মিটারের লিমিট শেষ হয়ে যাবে তবুও তাদের দেশপ্রেমের পরিমান প্রদর্শীত হবে না। তাই তারা এমনভাবে সংবিধান পরিবর্তন করে নিয়েছে যেন এমন কোন লোক এই পবিত্র দেশের ক্ষমতায় আসতে না পারে যারা জনগনের ভোট ছাড়া আসবে ! আর এ ক্ষেত্রে তারা খুব সহজেই ভুলে গেছে যে সংবিধানটা সাধারণ জনগনের জন্য !

 

আর এখানে রাজনৈতিক জনতার দেশপ্রেম পুরাই রাজাকারদের মতো !খুব খেয়াল কইরা ! বিরোধী দলের সমর্থনকারী জনতা যারা, তারা জ্বালাও পোড়াও কর্মসূচির মাধ্যমে তাদের দেশপ্রেম প্রদর্শন করে যাচ্ছে ! এক্ষেত্রে কোন ছাড় নাই ! ককটেল-আগুনে মানুষ জ্বলসে যাচ্ছে ? মানুষ মরছে ? দেশের সম্পদ নষ্ট হচ্ছে ? মায়ের কোল খালি হচ্ছে ? সিথির সীঁদুর মুছতে হচ্ছে ? সাদা সাড়ি পরতে হচ্ছে ? কর্মসংস্থান বন্ধ হচ্ছে ???কুনু সমস্যা নাইক্কা ! অধিকার তো আদায় হচ্ছে ! সংবিধান তো তার ইজ্জত ফিরে পাচ্ছে !!!

 

আর এবার সরকার পক্ষের সমর্থন করে যারা তাদের কথায় আসি ! এখন তাদের দল খুব ভারি ! সংবিধান রক্ষায় তারাই সবার চেয়ে এগিয়ে ! এর জন্য যা যা করার তারা তার সবই আগে সেরে রেখেছে !!!এই ধরুনঃপুলিশ সহ দেশের সমস্ত আইন শৃংখলা বাহিনীদের মাথা নিজেদের করা, রাস্তায় সেই বাহিনীদের নিজেদের লোক দিয়ে দেশপ্রেমে সহায়তা করা (হাতে আগ্নেয়াস্ত্র থাকা মাস্ট) !আর তাদের প্রিয় অস্ত্র পস্তর যুগের লগি বৈঠা তো থাকবেই !

 

কি ? মনে মনে ভাবছেন জামায়াতকে আমি খুব সহজে দেশপ্রেম থেকে মাহরুম করে রাখছি ??? নারে ভাই/বোন না, আসলে আমি চাই কথাটা খুব সস্পষ্টভাবে বলে দিতে যে "জামায়াতের কোন দেশপ্রেম নাই, যা আছে তা তাদের দলপ্রেম!" তারা যা-ই করে থাকুক না কেন তা শুধুমাত্র তাদের দলের সার্থ রক্ষার জন্যেই করে থাকে !

 

*তো ভাই ও বোনেরা, আমরা এতক্ষন দেশপ্রেম দেখলাম ! দেখে এটাই বুঝলাম যে শুধু রাজাকার না আমাদের স্বাধীন দেশের মানুষের ও দেশপ্রেমে খুব চাঙ্গা ! তবে এই চাঙ্গার মাঠে যারা চাঙ্গা+লাভবান তারা হলো রাজনৈতিক নেতারা। যারা নিজেদের নিতম্ব নরম গদিতে চাপিয়ে রেখে মুর্খ জনতার দেশপ্রেম কাজে লাগিয়ে মাঠ গরম করে রাকে।কথা শেষ করছি, তবে শেষ করার আগে এই প্রার্‌থনা আমাদের দেশপ্রেম যেন মানবতা রক্ষা করেই দেখাই !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

মোঃ শিলন রেজা বলেছেন: প্রথমে আপনাকে একটা ধন্যবাদ জানাচ্ছ এতো সুন্দর একটা পোস্ট দেওয়ার জন্য।
আপনার সাথে আমার সামান্য দ্বিমত আছে সংলাপ এবং সমঝোতার প্রশ্নে। দেখেন বিরোধি শক্তির প্রায় সব নেতা কে তারা আটকে রেখেছে তাহলে কাদের সাথে সংলাপ করবে। সেকথা নাহয় বাদ দিলাম, যদি শাসক গোস্টি সত্যিকারের আগ্রহি হতেন সেক্ষেত্রে তাদের উচিত ছিল নির্বাচন কে স্থগিত করে সংলাপের জন্য ডাকা। কিনতু BAL করছে কি সারাদিন নিজেদের প্রচারণা চালিয়ে সন্ধ্যার দিকে মুখ রক্ষার নামে সংলাপে তবে শর্ত সেই আগেরটাই। সমযোতা করতে এসেছি কিনতু তালগাছ টা আমার।

২৭ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

মুহামমদ মিনহাজ বলেছেন: ধন্যবাদ আপনাকে ও ;)
একটি দাবি আদায়ে পুরো বাংলাদেশ লাগে না, হাতেগোনা কিছু সুসংঘবদ্ধ মানুষই যথেষ্ট!
আর কাজের ক্ষেত্র টা হয়তো আমি অধমকে বলে দিতে হবে না B-))

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

মোঃ শিলন রেজা বলেছেন: আপনি দেখছেন না কিভাবে তাদের সাধারন মিটিং মিছিল গুলো কে বাধা দিচ্ছে। এইজন্নই তো এমন সহিংস অবস্থা তৈরি হয়েছে। তবে এদের মাঝে কিছু উগ্র গোসটি এগুলা করছে এটা থিক। এরাই আবার আওয়ামি যখন বিরধি তে থাকবে তখন করবে

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

মুহামমদ মিনহাজ বলেছেন: হুম তা অবশ্য ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.