নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

আসুন স্বার্থ নয়, সোনার বাংলা গড়ি /:)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৪

হ্যাঁ আজ গনতন্ত্র বিপন্ন, বিপন্ন মানবতাও !

লাখো প্রাণের বিনিময়ে এই বাংলার মানচিত্র গড়ে উঠেছে, সম্ভ্রম হারিয়েছে অনেক নারী। কিন্তু যেই শান্তি বা স্বাধিনতা কামনা করেছিলো এই জনপদের মানুষগুলো তা আজও ধরা ছোঁয়ার বাহিরে। দেশ এখন স্বাধিনতা নামের পরাধিনতার শৃংখলে আবদ্ধ।



আমার এই ক্ষুদ্র এককুড়ি বছরের বয়সে বুঝার পর থেকে এমন কোন দিন দেখিনি যেদিন এই বাংলা কোন প্রকার সহিংসতা ছাড়া আনন্দে যাপন করেছে। হত্যা, চাঁদাবাজি, ধর্ষন, দুর্নীতি ছাড়াও এমন কোন খারাপ কাজ নেই যা এই বাংলায় হতে বাকি আছে। অনেক পরাধিন দেশেও এমন অন্যায় হয়না আমার বিশ্বাস। এ ছাড়াও এখন দেশ পড়েছে নতুন সংকটে ! বাক স্বাধিনতাও হারিয়ে ফেলেছে স্বাধিন মানুষগুলো।



এর প্রতিকার করার জন্য প্রোয়জন বাংলার সকল মানুষের এক হওয়া। দল-মত, ধর্ম-বর্ণ এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া ছাড়া এই সংকট থেকে বাংলাদেশ মুক্তির পথ দেখবে না।

আর একটা বিষয় আমি খেয়াল করেছি যে এই দেশের সাংবাদিক বা মিডিয়া কর্মীগন কোন এক অদৃশ্য ভুতকে ভয় করে সত্য প্রকাশে সর্বদাই পিছিয়ে আছে, হাতেগোনা কয়েকজন ছাড়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশের সংবাদ মাধ্যম বা সাংবাদিকগন এক হয়ে সত্য প্রকাশে ব্রতি হলে পরদিন থেকেই বাংলাদেশ সোনার বাংলা হতে বাধ্য।



তাই আসুন, নিজের বা কোন ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা নিজেদের বিকিয়ে না দিয়ে সমস্ত দেশ নিয়ে ভাবি, এখানে কাউকে শত্রু ভাবার দরকার নেই। যেই বস্তু শত্রু ভাবতে আপনাকে বাধ্য করবে, আপনি সেই বস্তু ছেড়ে দিন। আসুন এই সোনার বাংলা পূনর্নির্মান করি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,

নীচে আপনার পোস্ট থেকে কোট,

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশের সংবাদ মাধ্যম বা সাংবাদিকগন এক হয়ে সত্য প্রকাশে ব্রতি হলে পরদিন থেকেই বাংলাদেশ সোনার বাংলা হতে বাধ্য। "

পরদিন থেকে অবশ্যই দেশ 'সোনার বাংলা' হতে বাধ্য; প্রশ্ন: কোন সোনার কথা বলতেছেন, চট্টগ্রামে মেয়েদের যোনীকেও 'সোনা' বলে!

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০

মুহামমদ মিনহাজ বলেছেন: সেই চট্টগ্রামের সোনা তো এখন আছে, দেখেন না সবাই নিজের *ন উঁচাইয়া এই দেশেরে লাগাইতে আসে !

১৯৭১ এ সাধারণ মুক্তিযোদ্ধাদের মনে যেই সোনার বাংলার স্বপ্ন ছিলো (শেইক্কার না) সেই সোনার বাংলা হইবো !!!

২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

বাগসবানি বলেছেন: আমি ইদানিং চোখে ভুলভাল দেখি । ভাবলাম পোস্ট টাইটেলটা বুঝি:
'সোনার বাংলো গড়ি'

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

মুহামমদ মিনহাজ বলেছেন: তাও সম্ভব !
খুঁজে দেখেন আত্মীয় স্বজন কেউ সরকার দলে আছেনি, থাক্লে তাগর লেজে ধইরা খারাইয়া যান !
সোনার বাংলো পাইবেনই সাথে চট্টগ্রামের সোনা পাইবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.