| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহামমদ মিনহাজ
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
সন্ধ্যায় বাসা থেকে বের হতেই দেখি ভেনগাড়ি বোঝাই করা ক্ষমতাসীন দলের প্রার্থির পোষ্টার। আর কিছু লোক ত্রস্ত হাতে-পায়ে গাছে চোড়ে সেই পোষ্টারগুলো বাঁধতেছে। অবাক হওয়া খুব স্বাভাবিক তাই অবাক হলাম !
সেই লোকদের মাঝে একটু নেতা খোচের একজনকে প্রশ্ন করলামঃ ভাই ভোট যেটা হওয়ার কথা সেটায়তো শুধু আপনারাই প্রার্থি, তো টাকা খরচ করে শুধু শুধু পোষ্টারগুলো লাগাচ্ছেন কেনো ?
ভদ্রলোকঃ আমার আপাদমস্তক ভাল করে দেখে বল্লেন, কি আর কমুরে ভাই ভাবছিলাম সবাই মিলে শুখে শান্তিতে (!) ভোট দিমু তাই পোষ্টারগুলা আগেই করা ছিলো, কিন্তু তা তো আর হলোনা তাই এখন অপচয় (!) না কইরা লাগাইয়া ফালাইলাম !
আমিঃ মুখে কৃত্রিম হাঁসি এনে 'ও ভালই করছেন !'
ভদ্রলোকঃ (হঠাৎ আমার দিকে একটু এগিয়ে এসে ফিসফিসিয়ে) আরেকটা ব্যাপার আছে, ওইযে দেখছো পোষ্টারে ভোটের তারিখ লিখা আছে !
আমিঃ হুম তাতো থাকবেই, তো কি হইছে ?
ভদ্রলোকঃ আরেহ বুঝ নাই ? পাবলিক যেন ভুইল্লা না যায় যে ৫ তারিখ ভোটের দিন বিশেষ করে তাই পোষ্টারগুলা লাগাইতাছি !
আমি খুব বুঝতে পারছি মার্কা ভাব নিয়া অন্য প্রসঙ্গে চলে গেলাম !
আমিঃ ভাই, তা পত্রিকায় দেখলাম যশোরে নাকি ভোট কেন্দ্রে ১০০ করে লোক মাঠে নামাইয়া দিবে ভোট দেয়ার জন্য ? তা আমাদের এদিকে কি সেটা করার চিন্তা আছে ?
ভদ্রলোকঃ হ, সেটাতো থাকবই ! না হইলে আমগরে মাইনশে মিথ্যা অপবাদ দিব না !
আমিঃ ভাই, আমারে একটা চান্স দিয়েন ! ফাও ফাও কয়ডা টাকা রোজগার করে নিবোনি !
ভদরলোকঃ ধুর মিঞা ! এগুলা তো কবেই বাছাই হইয়া গেছে !!!
কথাটা শুইন্না মনটা খারাপ হইয়া গেল ! মনের কষ্টে সেখানে আর খাড়াইয়া থাকতে পারলাম নাহ !
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭
মুহামমদ মিনহাজ বলেছেন: আহারে ভাই, আমার এই দুঃখের দিনে আপনে হাঁসেন !
২|
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯
অনিকেত রহমান বলেছেন: দারুন ইন্টারেস্টিং।। মজা পাইছি
০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯
মুহামমদ মিনহাজ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: