নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

উত্তাল ফাগুনের কবিতা: বসন্ত ও অভিমান ♥

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

বসন্তের শিমুলেরা সবুজে রঙ মাখুক

নীল আকাশের তলে লাল-সবুজ গালিচা সাজুক,

শীতল হাওয়ায় পাখ দুলিয়ে কোকিল ডাকুক

পাগল করা মিষ্টি সুরে শব্দেরা বাজুক।

এ আমার জন্য নয় !



এ মনে আজও গৃষ্মের তাপ নিয়ে

বিষাদ শুণ্যতা বরফের মতো জোমে আছে,

শুধু কী প্রকৃতির প্রেমে সে বরফ গলে,

তবে তোমার প্রেমের উষ্ণতা সে কেনো ?



তবে কেনই বা অপেক্ষা এ ফাগুনের

যদি আগুন না লাগে এই পিঞ্জরে,

চৌচির করে বিষাদ সিন্ধু আমার

কেন বাজে না মনে কুহু কুহু সুর।



কতো ফাগুন আর পুষবো শীমুল রঙ

তোমার পথে কি তবে শীমুল কাঁটায় ভরা,

নাকি ঘুরে ফিরো অবারিত ফাগুন ছুঁয়ে

খুব খেয়ালে আমায় আড়াল করে ?



;) কবিতাটি এখান থেকে নেয়া হয়েছে !

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

খন্দকার হািফজ্রর রহমান বলেছেন: ভালো লাগলো.... ধন্যবাদ..... :)

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

মুহামমদ মিনহাজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সন্তের শিমুলেরা সবুজে রঙ মাখুক
নীল আকাশের তলে লাল-সবুজ গালিচা সাজুক,
শীতল হাওয়ায় পাখ দুলিয়ে কোকিল ডাকুক
পাগল করা মিষ্টি সুরে শব্দেরা বাজুক।

:P

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০২

মুহামমদ মিনহাজ বলেছেন: :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.