নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
ভালবাসি নিস্তব্ধতার মাঝে
একাকি মনের সাথে,
বিজন পথে একলা হেঁটে হেঁটে,
আলতো ডাকা পাখির সুরে
মন ভাসিয়ে অনেক দুরে,
মিষ্টি ভাসা ফুলের ঘ্রাণে
সুর জাগিয়ে আমার প্রাণে,
একলাই পথ চলতে ।
আমি একাকি চলতে ভালবাসি
ভালবাসি চলতে একেলা পথে ।
সাজানো আমার প্রেমের রথে
থাকব শুধু একলা বসে ।
নীল আকাশের পাড় ঘেঁসে
মেঘের সাথে যাব ভেসে ।
পথে যদি বন্ধু সাধে
ফিরিয়ে দিব মিষ্টি হেঁসে ।
হারিয়ে যাব নিজেকে নিয়ে
রক্তিম লালের পানে চেয়ে ।
একাই আমি হারিয়ে যাব
হারিয়ে যাব নিজেকে নিয়ে |
নিজেকে আমি ভালবাসি |
ভালবাসব শুধু এই আমাকেই…
কবিতাটি এখান থেকে নেয়া হয়েছে...!
©somewhere in net ltd.