নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পঞ্জিকার যে পাতায় সুখ সে পাতায় দুঃখ থাকার অধিকারও আছে ツ

মুহামমদ মিনহাজ

কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।

মুহামমদ মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা আবৃত্তিঃ তোমারই জন্য আহরণ করব পৃথিবীর সব ফুল -মহাদেব সাহা || Tomari Jonno Ahoron Korbo Prithibir Sob Ful

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮



তোমারই জন্য আহরণ করব পৃথিবীর সব ফুল

ভেবেছি তোমার জন্যই আহরণ করব পৃথিবীর

সব ফুল,

মৌমাছির মতো সঞ্চয় করব সব মধু, স্বর্ণখনি উজাড় করে

আনব তোমাকে উপহার দেওয়ার জন্য,

সহস্র ফুলের গন্ধ রেখে দেব, ভরা বর্ষা রেখে

দেব।

জ্যোৎস্নারাত্রি রেখে দেব;

তারাভরা আকাশ তোমারই জন্য ধরে রাখব।

তোমারই জন্য মরুভূমি করব উদ্যান, তুষারের দেশ

করে তুলব বসন্তের পুষ্পমন,

তোমারই জন্য শুষ্ক বৃক্ষগুলি

করে তুলব পত্রময়,

ভেবেছি তোমার জন্য গন্ধে গন্ধে ভরে তুলব এই পৃথিবী,

তোমারই জন্য আহরণ করব সব ফুল,

সব স্বর্ণমুদ্রা, সব সুখ;

তোমারই জন্য পৃথিবী করে তুলব চিত্রময়,

চিরস্বপ্নপুরী।
রচনা- মহাদেব সাহা
আবৃত্তিঃ আজহারুল ইসলাম

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪১

রাজীব নুর বলেছেন: মহাদেব সাহার কবিতা আমার ভালো লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.