নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ আমার ধর্মে নয়, আমার কর্মে যদি আমাকে ভালবাসে তবে আমি তাকেই ভালবাসা বলব। আর কারোর বাহবা, হাততালি, প্রশংসা বা মনোরঞ্জনের জন্য আমি আমারস্বকিয়তা বিলিন করতে পারিনা, পারব ও না।
শোনো
কাজল চোখের মেয়ে
আমার দিবস কাটে, বিবশ হয়ে
তোমার চোখে চেয়ে।
দহনের দিনে কিছু মেঘ কিনে
যদি ভাসে মধ্য দুপুর
তবু মেয়ে জানে তার চোখ মানে
কারো বুক পদ্মপুকুর।
এই যে মেয়ে কাজল চোখ
তোমার বুকে আমায় চেয়ে
তীব্র দাবির মিছিল হোক
তাকাস কেন? আঁকাস কেন
বুকের ভেতর আকাশ?
কাজল চোখের মেয়ে
তুই তাকালে থমকে থাকে
আমার বুকের বাঁ পাশ।
তোমার চোখে চেয়েছি বলে
এমন ডুবলো আমার চোখ
অমন অথৈ জলে রোজ
আমার ডুব সাঁতারটা হোক
শোনো কাজল চোখের মেয়ে
আমি তোমার হবো ঠিক
তমি ভিষণ অকূল পাথার
আমি একরোখা নাবিক
শোনো জল ছলছল
কাজল চোখের কণ্যা সর্বনাশী
আমি তোমায় ভালবাসি।
-সাদাত হোসাইন
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫১
রাজীব নুর বলেছেন: ভালো।