![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইনা দেখতে কোন মানুষ হয়ে গেছে নিঃস্ব,
চাই যে দেখতে সকলেই শান্তিকামীর সঙ্গ।
চাইনা দেখতে যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস,
চাই যে দেখতে তৈরি হচ্ছে যুবকৃতি সন্তান।
চাইনা দেখতে নারী স্বাধীনতার অস্লিলতা,
চাই যে আর কোন নারী না হোক ধর্ষিতা।
চাইনা জনপদে কোনও হরতালও ভাংচুর,
চাই যে দেখতে জনপদ নিরাপদ ও সুন্দর।
চাইনা দেখতে আর কোন হিংসা ও জিঘাংসা,
চাই যে দেখতে সকলেই মানবতার সংঘা।
চাইনা দেখতে তৈরি হোক কোন মানুষ মন্দ,
চাই যে দেখতে আমদের মাজে নেই দন্ধ।
সঠিক ও ন্যায়ের পথে এসো হে মানুষ,
গডে তুলি সুখময় স্বপ্নের বাংলাদেশ ।।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
শূন্য পথিক বলেছেন: +