নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মারার ফাঁদ পেতে হে মানুষ,\nআর কতকাল করবে মানবতা ধ্বংস।\nএসো সকলেই হোক সকলের সঙ্গী,\nপরিবর্তন হোক না সকলের মনভঙ্গি।\nশান্তির নাম দিয়ে রক্ত জরানও খেলা,\nশুনতে চাই না আর ক্রন্দনরত বাক্য\nদেখতে চাই না অমানবিক দৃশ্যটি,\nআমাদের সকলের মনে গডে তুলি\nপ্রেমপ

রিবন েফনী

রহাতুল ইসলাম মানিক

রিবন েফনী › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা নয়তো পাপ নয়তো অপরাধ,ভালোবাসা ভরা মন কুলসিত মুক্ত থাক।’’

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

মানুষের যতগুলো অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে প্রেম।ফুলের সৌরভের সাথে মনকে যুক্ত করলে হয় প্রেম।প্রেম কারো জীবনের শূন্যতা ভরিয়ে দেয় সৌরভের পূর্ণতায়,কারো জীবনের সকল সৌরভ কেডে নিয়ে আধারে ঢেকে দেয় জীবন।প্রেম সুন্দর,প্রেম পবিত্র,প্রেম স্বর্গীয়। প্রেমে অনেকে কষ্ট পেয়ে ভাবে কেন জেনেশুনে প্রেমে পডলাম। প্রেম-ভালবাসা সকলের জীবনে আসে তবে তা কখন আসে তা কেউ জানতেও পারে না। তাই তো আমাদের কঠোর প্রতিজ্ঞার মাজেও যে মনের মধ্যে প্রেমের উৎপত্তি হয়।কারো জীবনে যৌবনের শুরুতে প্রেম আসে কারো জীবনে হয়তোবা পরে।প্রেম ভালোবাসা গোপনীয়তা আবশ্যক,তা জনসমক্ষে প্রকাশ পেলে কলঙ্কিত হয়।তাই আমাদের উচিৎ ভালবাসার মানুষকে যেমন সম্মান করি তেমনি ভালোবাসার কথাটা জন সম্মুখে প্রকাশ করে প্রেম-ভালোবাসাকে কলঙ্কিত না করা।যুগে যুগে চলে আসছে প্রেম-ভালোবাসার পক্ষে বিপক্ষে তর্কবিতর্ক।পবিত্র প্রেমকে কেউবা স্বাগত জানাই কেউবা কুলসিত করে তুলে। দিনগুলো সুখে কাটবে এমন আশাতেই ঘর বাঁধে নর-নারী।কিন্তু সেই প্রত্যাশা বা স্বপ্ন সব সময় পূরণ হয় না। উচ্চাসে ভরা দিনগুলো দুজনের কাছে একসময় হয়ে পডে একঘেয়ে, নিরাস, অর্থহীন। ভালোবেসে অনেকে ঘর বাঁধে আবার অনেকে ঘর বেঁধে ভালোবাসার স্বপ্ন দেখে।আবার কারো জীবনে ভালোবাসা ভরা ছোট্ট সংসারে হটাৎ অশান্তির ছায়া এসে ঘর বাঁধে। ভালোবাসাতে আনন্দ হাসির মাজেও কান্না লুকিয়ে থাকে। ভালোবেসে কেঊ যদি কষ্ট পায় কেঊ কেঊ দোষ দেন ভাগ্যের কেঊবা প্রতিপক্ষের।ভালো মানুষদের মনে ভালোবাসা সৃষ্টি হয়।আমাদের উচিৎ যাকে আপনার ভালো লেগেছে প্রথমত জানা আপনাকে তার কেমন লেগেছে। আপনাকে যে ভালোবাসে তাকে ভালবাসতে চেষ্টা করুন, ঠকবেন না।আপনি যাকে ভালোবাসেন বা পছন্দ করেন হয়তোবা সে আপনাকে পছন্দ নাও করতে পারে তাহলে কাঁদতে কাঁদতে ভাগ্যের দোষ কিংবা তার দোষ দিবেন।

সর্বশেষ একটা কথা বলবো “ ভালোবাসা নয়তো পাপ নয়তো অপরাধ,ভালোবাসা ভরা মন কুলসিত মুক্ত থাক।’’

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.