| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশের চেতনা মন রাঙিয়ে আসে বারে বারে,
বাংলা ভাষার আশা জাগায় নবীন মনের কোনে।
সালাম,রফিক,বরকত আরও নাম অজানা ভাইয়েরা,
প্রত্যাশা নিয়ে যুদ্ধ করলে বাংলা যেন হয় মাতৃভাষা।
নিজেদের রক্ত দিয়ে ছিনিয়ে আনলে যে বাংলা ভাষা,
একুশ এলে জানতে পারি তোমাদেরই ত্যাগের কথা।
আজ দেখি পাঠ্যবইয়ে সালাম তোমার ভুল ঠিকানা,
সারাটি বছর মনে থাকলে এমন ভুল আর হতোনা।
একুশ এলে তোমাদের তরে ধরি মোরা বাংলা গান,
একুশ গেলে হিন্দি-উর্দু-ইংলিশ মোদের প্রিয় গান।
আজ হতে শপথ নিবো মনে রাখবো সারাটি বছর,
বাংলাকে বুকে জডিয়ে দেব তোমাদের রক্তের কদর।
বীর শহীদরা জীবন দিয়ে আনলো মুখের বুলি
তাদের তরে রইল মোদের শত সহস্র শ্রদ্ধাঞ্জলি।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: একুশ আমার মায়ের মুখের
১ম শেখা অ,আ,ক,১,২ বুলি
শহীদ স্মৃতি স্মরণে
শ্রদ্ধাঞ্জলি / শহীদের রক্ত বৃথা যেতে দেবনা ।
রাখব এ সোনার বর্ণমালা হৃদয়ে জ্বালি ।