![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্ঞান অর্জন করাই আমার জীবনের মূল লক্ষ্য।
স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশ। অনেকে এটাকে জোকস বলে উড়িয়ে দিচ্ছেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমস, মায়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট মর্নিং ও দেশের কয়েকটি জাতীয় নিউজ পোর্টালসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়াতে এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, চীনের রাজধানী ইয়াঙ্গুনসহ দেশটির বিভিন্ন এলাকায় সীমান্তের চোরাপথে চীন থেকে কৃত্রিম ডিম পাচার হয়ে আসছে। যা দেখতে অবিকল হাঁস মুরগির ডিমের মতো।
‘২০০৪ সাল থেকেই তৈরি হচ্ছে কৃত্রিম ডিম।’ যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিজ্ঞান সাময়িকী ‘দ্য ইন্টারনেট জার্নাল অফ টক্সোকোলজি’তে কৃত্রিম ডিম সম্পর্কে বিশ্লেষণধর্মী তথ্য প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম ডিমে কোনো খাদ্যগুন ও প্রোটিন নেই। বরং তা মানবদেহের জন্য ক্ষতিকর।
আসলে প্রযুক্তি কিংবা বিজ্ঞান এর আদলে আমাদের জন জীবন আজ অনেক টাই সহজ, চাইলে হাত বাড়িয়ে পাই ইচ্ছের রঙ্গিন ঘুড়ি, সপ্নের বাস্তবতা হাতের মুঠোয় কিন্তু সব কিছুর ই এপিঠ ওপিঠ আছে বৈকি, আর সেই ভয়ংকর ওপিঠের আদলেই জন্ম নিয়েছে নকল বা কৃত্রিম ডিম, আমরা সবাই কম বেশি নকল বা কৃত্রিম ডিমের কথা শুনেছি, শুরুতে অনেকটা বিস্ময় থাকলে ও এখন মোটামুটি সবাই ই জানি।
প্রথম প্রথম অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও এখন আর সেটা গুজবের পর্যায়ে নেই। কেননা খোদ বাংলাদেশেই নকল ডিম কেনার ও খাওয়ার অভিজ্ঞতা অনেকের হয়েছে।
মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুনসহ ওই দেশের বিভিন্ন এলাকায় সীমান্তের চোরাপথে চিন থেকে কৃত্রিম ডিম পাচার হচ্ছে। চোরাপথে সেই ডিম ভারত-সহ আশপাশের অন্যান্য দেশেও ছয়লাপ হয়েছে নকল ডিমে।
চিনে তৈরি হওয়া এসব কৃত্রিম বা নকল ডিম এক কথায় বিষাক্ত। কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রেসিন, জিলেটিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। দীর্ঘদিন এই ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে। ক্যালসিয়াম কার্বাইড ফুসফুসের ক্যান্সারসহ জটিল রোগের কারণ।
নকল ডিম চেনার কয়েকটি কার্যকরী টিপসঃ
১. কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড়।
২. এই ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যায়।
৩. ভাঙার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে চারপাশে ছড়িয়ে পড়ে।
৪. কৃত্রিম ডিম অনেক বেশি ভঙ্গুর। এর খোসা অল্প চাপেই ভেঙে যায়।
৫. এর খোলস খুব মসৃণ হয়। খোসায় প্রায়ই বিন্দু বিন্দু ফুটকি দাগ দেখা যায়।
৬. রান্না করার পর এই ডিমে অনেক সম্যেই বাজে গন্ধ হয়। কিংবা গন্ধ ছাড়া
থাকে। আসল কুসুমের গন্ধ পাওয়া যায় না।
৭. নকল ডিমকে যদি আপনি সাবান বা অন্য কোন তীব্র গন্ধ যুক্ত বস্তুর সাথে রাখেন, ডিমের মাঝে সেই গন্ধ ঢুকে যায়। রান্নার পরেও ডিম থেকে সাবানের গন্ধই পেতে থাকবেন।
৮. নকল ডিমের আরেকটি উল্লেখ্য যোগ্য লক্ষণ হলো ডিম দিয়ে তৈরি খাবারে এটা ডিমের কাজ করে না। যেমন পুডিং বা কাবাবে ডিম দিলেন বাইনডার হিসাবে। কিন্তু রান্নার পর দেখবেন কাবাব ফেটে যাবে, পুডিং জমবে না।
১০. নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় তুলনামূলক লম্বাটে ধরণের হয়ে থাকে।
১১. নকল ডিমের কুসুমের চারপাশে রাসায়নিকের পর্দা থাকে বিধায় কাঁচা কিংবা রান্না অবস্থাতে কুসুম সহজে ভাঙতে চায় না।
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫২
রাকিব জাভেদ মিন্টু বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর ও মননশীল প্রতিক্রিয়ার জন্য।
২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮
মনিরুল হাসান বলেছেন: ১ হালি কিংবা ১ ডজন ডিম পয়সা দিয়ে কিনে বাসায় আনার পর যদি দেখা যায় নকল ডিম তাহলে মেজাজ কেমন লাগবে?
৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২
রাকিব জাভেদ মিন্টু বলেছেন: মেজাজ খারাপ হওয়ারই কথা।
৩| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮
তুষার মানব বলেছেন: নকল ডিমের কথা বহুত আগে থেকেই শুনে আসছি । কিন্তু এখনো তো সেইটার দেখাই পাইলাম না ।
৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪
রাকিব জাভেদ মিন্টু বলেছেন: আপনি দেখে হইতো বুঝতে পারেন না যে, এটা আসল নাকি নকল।
৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:২৪
শাহ আজিজ বলেছেন: আমি এক ডিমওয়ালার সাথে এটা নিয়ে আলাপ করেছি । সে আমায় জানাল তার কাছে এরকম কোন তথ্য এখনো আসেনি। সে ডিম বহন খরচার একটা হিসাব দিল কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত। হ্যাঁ এটা সত্যি তাতে ভুয়া ডিম ঢাকা কেন চিটাগংও পউছাবে না । তবে কক্সবাজার একটা লাল এলাকা । এখানের টুরিস্টরা ডিম খাবেন না বা ডিম দিয়ে যা তৈরি হয় তা কিনবেন না ।
৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭
রাকিব জাভেদ মিন্টু বলেছেন: ডিম বিক্রেতা কি আর বলবে যে তারা নকল ডিম বিক্রি করে। পরের পরামর্শের জন্য অসংখ্য সাধুবাদ রইলো।
৫| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৩
নতুন বলেছেন:
প্রথম প্রথম অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও এখন আর সেটা গুজবের পর্যায়ে নেই। কেননা খোদ বাংলাদেশেই নকল ডিম কেনার ও খাওয়ার অভিজ্ঞতা অনেকের হয়েছে।
।েটা এইটা গুজব... এখন পযন্ত কি কোন ভিডিও দেখেছেন দেশর কারুর কাছ থেকে??????? সবাই নেটের ছবিই সেয়ার করে..
চিনারা ডিসপ্লের জন্য কৃত্তিম ডিম তৌরি করেছে.... এটার দাম অনেক বেশি... আমি চাইনিজ রেস্টুরেন্টের ডিসপ্লেতে দেখেছি...
পরিবহন খরচা দিয়ে চাইনিজ ডিম কখনোই লাভজনক হবেনা...
৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫০
রাকিব জাভেদ মিন্টু বলেছেন: ভিডিও দেখলে কি আর সবকিছু বিশ্বাস করা যাই? ভিডিও তো এডিটিং করা যায়।
৬| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ২:১১
ওপেস্ট বলেছেন: পরিবহন খরচ ,ঝুঁকি , মিলিয়ে ধারনা করা যায় ৮ টাকা বা ৯ টাকার ডিম তার চেয়ে খরচ অনেক বেশি পরবে । তবে এটা বানিজ্যিক ভিত্তিতে খাদ্যদ্রব্য হিসেবে আসবে বলে মনে হয় না । এটা হয়তো চাইনাদের গবেষনার বিষয় ,, মানুষ কি পারে আর না পারে এই আর কি । তয় চক্ষে দেখলে ভাল হত ।
৭| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৯
নতুন বলেছেন: Click This Link
Get উপরের সাইটে ডিমের রেপ্লিকা বিক্রি হয়...
৮| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৮
নতুন বলেছেন: ভাই আপনি বলছেন বাজার সয়লাব...
আমি বলছি গুজব...
আপনি যদি একটা নকল ডিম বাজাব থেকে কিনে ভিডিও বানিয়ে দেখান.. তবেতো আমাকে ভুল প্রমান করতে পারেন..
পুরুস্কার ৫০০ টাকা...
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি ভয়ংকর!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
বিজ্ঞানের অভিশাপ নাকি মানুষ নামের দুপেয়ে জীবের লালসার ফল!!!!!!
এভাবেই কি মানব জাতি অত্মধ্বংসী হয়ে উঠছে?????
ধন্যবাদ আপনাকে-জানানোর জন্য।