নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মিন্টু শাহজাদা। গান গাই, কবিতা লিখি, গল্প-প্রবন্ধ লিখি, চাকরি করে খাই। আমি একজন মুসলিম। কারো সাথে আমার কোন বিরোধ নেই। কারো মনে বিন্দুমাত্র অাঘাত দেবার কোন ইচ্ছাও নেই। সকলে মিলে ভাল থাকতে চাই, ভাল রাখতে চাই। আর কিছু নয়।

মিন্টু শাহজাদা

গায়ক, কবি, গদ্যকার।

মিন্টু শাহজাদা › বিস্তারিত পোস্টঃ

আলো আসিবার কি ঠ্যাকা?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১১



আলো আসিবার কি ঠ্যাকা?
মিন্টু শাহজাদা


কথা কবেনাকো কেউ।
মাঘ মাসের শীত আসিতেছে ধেয়ে,
লেপ মুড়ি দিয়ে রবে সব
কথা কবেনাকো কেউ।

যেদিন সরিয়া গিয়াছিল আলো,
ঘন কুয়াশার বেড়া দিয়াছিল কাল,
উলঙ্গ দু-তিনটি মুরগীর ছাও
কেঁদে উঠেছিল সেদিন, অকৃতজ্ঞ মানুষেদের সাথে।
কি ঠ্যাকা তার? সেধে সেধে আসিবার?
বার বার ঘন কুয়াশার বেড়া ভাঙিবার শক্তি
ক্ষয় করিয়া কী লাভ? আলো আসিবার পরে
মানুষেরা ভুলে ভুলে যাবে অন্ধকার; খেয়া ঘাটের ধারে!

এইখানে লেপ মুড়ি দিয়ে শুয়ে রবে মানুষেরা।
মরুভুমির ধুলার মধ্যে গড়াগড়ি খাবে সব
অন্ধকারে; কথা কবেনাকো কেউ।
শিলাবৃষ্টি হবেনাকো আর, মরুঝড়ে ছেয়ে যাবে পৃথিবী।
চিকন ধুলোর কিচকিচানি, চোখে, মুখে, দাঁতে, ফুসফুসে!
সেধে সেধে বার বার, আলো আসিবেনা বলে
শুকিয়ে মরে যাবে সবুজ পাতার গাছ!
আকাশের তারাগুলি কই? নিভে গেছে আজ।
মুরগির ছাওগুলিও মরিয়াছে মানুষেদের সাথে;
বেঁচে আছে কেবল অদ্ভূতুড়ে গিরগিটি, একা।
বার বার ঘন কুয়াশার বেড়া ভাঙিয়া
কৃতঘ্ন পৃথিবীতে আলো আসিবার কি ঠ্যাকা?

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪

আদর্শ সৈনিক বলেছেন: এইটা কি এনি কাইন্ড অফ কবিতা?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

মিন্টু শাহজাদা বলেছেন: আপনি যেটা মনে করেন।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৫

আদর্শ সৈনিক বলেছেন: আচ্ছা ভাইয়া আমি আসলে কবিতা টবিতা কোনদিন পড়ি না। আপনারা কি কারণে কবিতা লেখেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩০

মিন্টু শাহজাদা বলেছেন: কোন কারন নাই। এমনি এমনি লিখি।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

আদর্শ সৈনিক বলেছেন: প্লিজ বলেন ভাইয়া, এমনি এমনি কেন লেখেন?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৯

মিন্টু শাহজাদা বলেছেন: এমনি এমনি লেখাই তো ভাল। এমনি এমনি লিখতে ভাল লাগে, তাই।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২

আদর্শ সৈনিক বলেছেন: আচ্ছা আপনি কি প্রেমে ছ্যাকা খেয়ে বসে বসে এগুলা লিখেন? নাকি বিয়ে করেছেন?

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

মিন্টু শাহজাদা বলেছেন: আমি এমন কি লিখলাম ভাই যে আপনার এত আগ্রহ জন্মালো। আমি কি খারাপ কিছু লিখি, ভাই? কারো মনে বিন্দুমাত্র আঘাত দেবার ইচ্ছে আমার নেই। আমি একজন মুসলিম। কবিতা লেখা অন্যায় নয়, তাতে যদি কোন খারাপ কিছু না থাকে। আমার ব্লগ দেখুন। আমি কি খারাপ কিছু লিখেছি, ভাইয়া?

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫১

আদর্শ সৈনিক বলেছেন: না না মোটেই খারাপ কিছু না। দয়া করে ভুল বুঝবেন না। কবিদের সম্পর্কে আমার অনেক আগ্রহ আছে তো তাই জিজ্ঞেশ করছি। আপনারা কবি সাহিত্যিকরা কি আমাদের মতই ভাত খান আর টয়লেটে যান?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৬

মিন্টু শাহজাদা বলেছেন: জ্বী।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৮

আদর্শ সৈনিক বলেছেন: ওহ আচ্ছা জানলাম। এসব কথা আগেও জানতাম অবশ্য। থাঙ্কিউ।
কোটি কোটি ধন্যবাদ পোস্টটি লেখার জন্য। খুবই কৃতজ্ঞ বোধ করছি। অশেষ ধন্যবাদ। মাশ আল্লাহ সুন্দর হইছে, কিপিটাপ । আমরা আছি আপনার সাথে। আবারো ধন্যবাদ ।

আপনি কি আমার কথায় বিরক্ত হচ্ছেন? আমি কি কোনভাবে অ্যাডাম টিজিং করছি আপনাকে?

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো প্রিয় কবি বন্ধু। এগিয়ে যান, শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.