নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মিন্টু শাহজাদা। গান গাই, কবিতা লিখি, গল্প-প্রবন্ধ লিখি, চাকরি করে খাই। আমি একজন মুসলিম। কারো সাথে আমার কোন বিরোধ নেই। কারো মনে বিন্দুমাত্র অাঘাত দেবার কোন ইচ্ছাও নেই। সকলে মিলে ভাল থাকতে চাই, ভাল রাখতে চাই। আর কিছু নয়।

মিন্টু শাহজাদা

গায়ক, কবি, গদ্যকার।

মিন্টু শাহজাদা › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুৎসব

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৪



মৃত্যুৎসব
মিন্টু শাহজাদা


খাওয়া হলে পরে উচ্ছ্বিষ্ট ফেলে গেছে কুকুর।

এখনও পৃথিবীতে প্রত্যহ উৎসব আসে ঢের!
হাড়ি হাড়ি মাংস-বিরিয়ানী রান্না হলে পরে,
পেটপুরে খেয়ে নেয় হাভাতে ফকির, কুকুর, কুটুমেরা।
এইসব নাটুকে মৃত্যুর উৎসবে, মানুষেরাও সেজে গুজে আসে!
রাঙা মুখের পরতে অশ্রুর চিকন দাগ! কাদেঁ? আহারে!
কুকুর আর হাভাতেরা আজ কাঁদিবে না বলে
পৃথিবীতে বিষাদেরা আসিতেছে ধেয়ে! গৃহিনীদের রাঙামুখ,
ভেসে যাবে এইসব রংঢং, আদিখ্যেতায়; মৃত্যুর উৎসবে।

বুকের ভেতরে মায়া নেই আর! বিবর্ণ শতাব্দীর
গালে কৃত্রিম মেক-আপের লাল আভা! ওষ্ঠে রং!
মৃত্যুর পর ভারবাসিবারে পারে কে হে? নিঙড়ানো
অশ্রু ঝড়ে গেলে পরে, পরবাসীরে ভাল লাগে আবার!
অবেলায় হাট ভেঙে যাবার পর, খালি ময়দানে
আবার উৎসব আসে; নতুন করে মাংস আর
বিরিয়ানী রান্না হলে, হাভাতেরা খেয়ে যায় পেটপুরে
এইসব রাঙা মুখের কুটুম আর কুকুরেদের সাথে।

খাওয়া হলে পরে উচ্ছ্বিষ্ট ফেলে যায় কুকুর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.