| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিঃদ্রঃ এই ঘটনাটির সমস্ত চরিত্র, স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক, যদি কোন জীবিত বা মৃত ব্যাক্তির সাথে এর কোন মিল থেকে থাকে তাহলে লেখক কোন ভাবেই দায়ী নয়।
বাবু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পরছে।তার গ্রামের বাড়ি রাজশাহীর কল্যাণপুর গ্রামে।বাবুর মা,বাবা ওখানেই থাকে।বাবু তার মা,বাবার সাথে গ্রামের বাড়ি থেকেই ইন্টার পাশ করে। এরপরেই বাবু ঢাকায় চলে আসে।
বাবুদের বাসার পাশেই থাকতো তার দূর সম্পর্কের এক আত্মীয়।বাবুদের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক।বাবুর ছেলেবেলা ওখানেই কাটে। বাবুর বেস্ট ফ্রেন্ড বলতে তখন ছিল মীম।বাবুদের সেই আত্মীয়ের মেয়ে।বাবু আর মীম একই সাথে স্কুলে পড়ত। স্কুল জীবন শেষে বাবু ঢাকায় চলে আসে আর মীম ওখানেই তার পড়ালেখা চালিয়ে যায়।
বাবু ছুটিতে তার বাড়ি আসলে তার মা-বাবার সাথে দেখা করতে। কখনো কখনো এই সুযোগে মিমের সাথে দেখা হতো। একবার বাবু ঈদ এর ছুটিতে তার বাড়ি আসে তখন তার সাথে মিমের দেখা হয়। এরপর সে ছুটি শেষে আবার ঢাকায় চলে আসে। বাবু তার স্বাভাবিক জীবনে এসে দেখে তার নিজের ক্যামন যেন লাগছে। বাবু তার কোন কাজেই মনোযোগ দিতে পারছে না। সে অনেক দিন পর লক্ষ্য করলো যে তার সব কাজের মধ্যেই কেন যেন মীমের কথাই ঘুরে ফিরে মনে হয়। তখন সে তার এক বন্ধুর সাথে কথাগুলো শেয়ার করে। তার বন্ধু তাকে যা বলল তা সে শুনে অপ্রস্তুত হয়ে গেলো। বাবু সারারাত শুধু তার বন্ধুর বলা কথাগুলো নিয়ে চিন্তা করলো। পরে সে বুঝতে পারলো যে তার বন্ধুটিই ঠিক বলেছে। তখন সে আরও বেশি উতলা হয়ে ওঠে।
বাবু এরপর এক কুরবানির ঈদে বাড়ি আসে। এবার বাড়িতে এসেই সে মীমের সাথে দেখা করে। সে মীম কে কিছু বলতে চায়, কিন্তু সাহস করে বলে উঠতে পারে না। এদিকে বাবুর ছুটিও শেষ হয়ে আসে। ঢাকায় আসার আগের এক রাতে বাবু মীমকে শুধু একটি এসএমএস পাঠায়। এরপর মীমও পাঠায়। তারা চ্যাটিং করতে থাকে। এর মাঝেই বাবু মীমকে তার মনের কথা এসএমএস করে পাঠায়। মীম এর এসএমএস পাঠানো বন্ধ হয়ে যায়। ওই রাতে বাবু আর সাহস করে মীমকে এসএমএস দেয় নি। পরদিন বাবুর মনে ভয় কাজ করে। সে মীমকে অনেক কল দেয় অনেক এসএমএস দেয় কিন্তু মীম তার কলও রিসিভ করে না আর এসএমএস এরও রিপ্লাই দেয় না। চিন্তায় পড়ে যায় বাবু, যে সে কোন ভুল করলো কিনা।
বিকেলে বাবুর মোবাইলে একটি এসএমএস আসে। সে মোবাইলটা হাতে নিয়ে ম্যাসেজটি ওপেন করে দেখে যে তাতে লেখা “আই লাভ ইউ ঠু” এরপর বাবু সাহস করে মীমকে কল দেয় আর তার সাথে দেখা করতে বলে এবং সে সামনা-সামনি মীমকে তার মনের কথা বলে, মীমও তা মেনে নেয়।
এরপর বাবু আবার ঢাকায় চলে আসে। ওদের মধ্যে কথা চলতে থাকে। কয়েক মাস পর দুই পরিবারেই ব্যাপারটি জানাজানি হয় এবং এর ফলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।এবং এরই ফলশ্রুতিতে তাদের মধ্যকার সম্পর্কটি বিচ্ছিন্ন হয়ে যায়।
এই ঘটনার পর মীম অনেকটা বাধ্য হয়েই বাবুর সাথে ব্রেক-আপ করে, কিন্তু কিছুদিন পর বাবুর চেষ্টায় তাদের সম্পর্ক আবার জোরা লাগে। বাবুর জন্মদিনেই তাদের সম্পর্ক আবার জোরা লাগে। কয়েকমাস পর তাদের আবার ব্রেক-আপ হয়। মীম তার ফোন নাম্বার চেঞ্জ করে ফেলে। বাবু পাগলের মতো উপায় খুজতে থাকে তার সাথে দেখা করার কিংবা কথা বলার। শেষ-মেশ সে মীমের নতুন নাম্বারটি যোগাড় করতে সমর্থ হয়। কিন্তু বাবু যতোবারই কল দেয় না কেন মীম শুধু রিসিভ করে রেখে দেয় কিন্তু কোন কথা বলে না। একবার অবশ্য কথা বলে কিন্তু সেটা নরম গলায় না ধমকের সুরে। মীম বাবুকে বলে দেয় যে সে যেন আর তাকে কখনও ডিস্টার্ব না করে। সে আরও বলে যে তার সাথে বাবুর যে সম্পর্ক ছিল সবই নাকি মিথ্যে অর্থাৎ তাদের মধ্যে নাকি কোন সম্পর্কই ছিল না ! এরপর বাবু কিছু বলার আগে মীম লাইন কেটে দেয়। বাবু পরে আবারও চেষ্টা করে মীমের সাথে যোগাযোগ করার। কিন্তু সে ব্যার্থ হয়। এরপর বাবুও মীমকে কল দেওয়া বন্ধ করে দেয়। কিন্তু তার শুধু একটি কথাই মীমের কাছে জানতে ইচ্ছে করে যে কেন মীম তার সাথে এরকমটা করলো।
নতুন বছরের শুরুতে বাবু মীমকে তার বন্ধ নাম্বারে একটি এসএমএস দেয়। কারন বাবু জানে যে মীমের ওই নাম্বার বন্ধ এবং ওই নাম্বারে এসএমএস দিলে মীমের কোন ডিস্টার্ব হবে না। এতে শুধুমাত্র বাবুর মানসিক শান্তিই হবে, আর কিছু না! কিন্তু মীমের ওই নাম্বারটি খোলা থাকে, এবং এসএমএস টি ডেলিভারি হয়। ওইদিন সন্ধ্যায় মীম বাবুকে শুধুমাত্র “happy new year” লিখে রিপ্লাই দেয়। বাবু এসএমএস টি দেখে কেঁদে ফেলে। দীর্ঘ ৮ মাস পর তার ভালোবাসার মানুষটি তার সাথে আবার যোগাযোগ করে। সে আবার এসএমএস দেয়। কিন্তু সে আর কোন এসএমএস এর রিপ্লাই পায় না। কোন এক অজানা কারণে বাবুর একটা চিন্তা থেকেই যায়। কি হবে তার এই ভালোবাসার ভবিষ্যৎ এর ???
উৎসর্গঃ আমাল বল বাই - ব্লগার একজন আরমান ![]()
![]()
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮
একজন আবির বলেছেন:
ওকে ভাইয়া পাঠাইয়া দিমু হানে। ![]()
![]()
![]()
আরে আমি বাবুর পথে হাটতে যামু ক্যা আমি নিজের পথে হাটমু হানে। ![]()
![]()
২|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
অনীনদিতা বলেছেন: কেন যেন মনে হচ্ছে এটা কোন গল্প না সত্য ঘটনা।
যাই হোক ভালো লাগলো।![]()
আর বাবুকে বইলো অথর্বকে একটা গোলাপ দিতে।![]()
দুই ভাই মিলে খুব মজা করছ তাইনা!!
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
একজন আবির বলেছেন:
বাস্তবতা থেকেই তৈরি হয় গল্প। একটা গল্পকে মানবদেহ ধরা হলে বাস্তবতা হল তার কঙ্কাল আর কল্পনা হল তার বাহ্যিক অবয়ব।
-একজন আরমান![]()
![]()
![]()
হুম । ![]()
![]()
![]()
৩|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫
অনীনদিতা বলেছেন: বাস্তবতা থেকেই তৈরি হয় গল্প। একটা গল্পকে মানবদেহ ধরা হলে বাস্তবতা হল তার কঙ্কাল আর কল্পনা হল তার বাহ্যিক অবয়ব।
-একজন আরমান
মানব দেহেকি শুধু কঙ্কাল আর বাহ্যিক অবয়বই থাকে?
@গুরু
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮
একজন আবির বলেছেন:
@ ভাইয়া
৪|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫
পথহারা সৈকত বলেছেন: 
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
একজন আবির বলেছেন:
কেন ভাই কান্দার কি হইছে?
৫|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬
একজন আরমান বলেছেন:
এ বেডা এইয়া হরছো ডা কি?
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
একজন আবির বলেছেন:
কেন? কি হইছে?
৬|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯
একজন আরমান বলেছেন:
@ অনীনদিতাঃ
মানবদেহকে প্রধান দুই ভাগে ভাগ করা হলে এর মধ্যের একটি হল তার কঙ্কাল আর অপরটি হল তার বাহ্যিক অবয়ব।
আশা করি বুঝতে পেরেছেন।
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
একজন আবির বলেছেন: @ অনীনদিতা
৭|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
অনীনদিতা বলেছেন: thank u guru.....
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯
একজন আবির বলেছেন: @ ভাইয়া
৮|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২
ঘুড্ডির পাইলট বলেছেন: উৎসর্গঃ আমাল বল বাই
তোমাল বল বাইকে এক্তা বিয়া কলাইয়া দাও, তালে তব টিক ওয়ে দাবে।
![]()
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
একজন আবির বলেছেন:
আচ্ছা ঠিক আছে।
ভাই ক্যামন আছেন? অনেক দিন পর দেখা।
৯|
০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪
একজন আরমান বলেছেন:
গল্প তো ভালোই লিকছোস, কিন্তু গল্পের প্লটটা চেনা চেনা লাগতাছে।
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
একজন আবির বলেছেন:
১০|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
মাক্স বলেছেন: গল্পটা বোধহয় একটু বেশীই ফাস্ট হয়ে গেল।
তয় মীম নামডা মুনে অইলে এক্কেরে ভিতরে গিয়া লাগে![]()
![]()
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
একজন আবির বলেছেন:
জি ভাইয়া।
১১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অনীনদিতা বলেছেন: আর বাবুকে বইলো অথর্বকে একটা গোলাপ দিতে।
আমার ফুল কই ?
বাস্তবতা থেকেই তৈরি হয় গল্প। একটা গল্পকে মানবদেহ ধরা হলে বাস্তবতা হল তার কঙ্কাল আর কল্পনা হল তার বাহ্যিক অবয়ব।
-একজন আরমান
আমি এই কথাটি সকল মেডিকেল পড়ুয়া ছাত্রদের তাদের বইয়ের প্রথমে সংযোগ করার প্রতি বিনীত আহবান করছি।
ঘুড্ডির পাইলট বলেছেন: উৎসর্গঃ আমাল বল বাই
তোমাল বল বাইকে এক্তা বিয়া কলাইয়া দাও, তালে তব টিক ওয়ে দাবে।
ওরে পাইলট ভাই বুকে আহেন একদম আমার মনের কথা কইয়া দিছেন
মাক্স বলেছেন: মীম নামডা মুনে অইলে এক্কেরে ভিতরে গিয়া লাগে
ভাই মাক্স আপনারও কি মীম নামের কেউ আছিল নি ঝাতি জানতে চায় ?
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
একজন আবির বলেছেন:
@ মাক্স
১২|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০
একজন আরমান বলেছেন:
@মাক্সঃ
কেন ভাই মিম আপনার কে হয় গো? ঝাতি আজ জানতে চায়। ![]()
@ কান্ডারি ভাইঃ
আমার কাছে ফুল চান কেন? আমি কি বাবু নাকি? ![]()
আপনে আর রাফাত ভাইয়ে আমার কষ্টটা বুঝতে পারছেন। কিন্তু আমার আম্মাজানে তো আর বোঝে না। আজকেও বিয়ার কথা কইছি। কয় দেরি আছে।
বুঝতাছি না আর কতো রাত একা থাকবো...
![]()
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
একজন আবির বলেছেন: ![]()
![]()
![]()
১৩|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
একজন আরমান বলেছেন:
@একজন আবিরঃ
ওহ আবির আমার মনে ছিল না যে এইটা তোর ব্লগ। তুই চোখ বন্ধ কর আমরা বড়রা কথা কইতে আছি। ![]()
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
একজন আবির বলেছেন: ![]()
![]()
![]()
১৪|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আয় হায় ছরি এইটাত ছোট ভাইয়ের ব্লগ থাক ১৮+ কিছু বলা যাবে না ,
না হলে @ একজন আরমান একটা কথা মুখের কাছে আইসা পইরাও আটকায়া গেল ।
গান গান না আর কতো রাত একা থাকবো...
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
একজন আবির বলেছেন: ![]()
![]()
![]()
১৫|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
একজন আরমান বলেছেন:
@ কান্ডারী অথর্বঃ
আমার ব্লগে বা আপনার ব্লগে কথাটা বলেন। মুখের কথা বলে ফেলাই ভালো।
on request of you:
আর কতো রাত একা থাকবো...
আর কতো রাত একা থাকবো...
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
একজন আবির বলেছেন: ![]()
![]()
![]()
১৬|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ভ্রাতা । ভালো লিখেছো +++++++
তবে তাড়াহুড়ো করার কিছু নাই লেখার সময় । খেয়াল রাখতে হপে
শুভকামনা রইল
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
একজন আবির বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
১৭|
০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
ক্লান্ত কালবৈশাখি বলেছেন: ভাবি!!! আমার ভাইডার ভালবাসার ভবিষ্যৎ কিতা??????????????????
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
একজন আবির বলেছেন: ![]()
![]()
![]()
১৮|
০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
একজন আরমান বলেছেন:
@ ক্লান্ত কালবৈশাখিঃ
ওই ব্যাটা অফ যা হাটে হাড়ি ভাঙ্গিস না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
একজন আবির বলেছেন:
@ ক্লান্ত কালবৈশাখিঃ
১৯|
০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: একজন আরমানের ভাই একজন আবীর!!
ভালো লিখে!
০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
একজন আবির বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
২০|
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
একজন আরমান বলেছেন:
এস এম লুৎফুল্লাহ মাহমুদ বলেছেন: একজন আরমানের ভাই একজন আবীর!!
আবার জিক্সস... ![]()
![]()
![]()
০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
একজন আবির বলেছেন: ![]()
![]()
![]()
২১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
অনীনদিতা বলেছেন: কেমন আছো ভাইয়া?![]()
১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
একজন আবির বলেছেন:
ভালো। আপনি কেমন আছেন আপু?
২২|
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
মেহেরুন বলেছেন: বাহ!!! আবির তো দেখি দারুন লিখতে পারো
এই আপুটাকেও একটু শিক্ষা দিও গল্প লেখার
ভালো লাগলো ভাইয়া
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
একজন আবির বলেছেন:
ধন্যবাদ আপু। ![]()
২৩|
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
একজন আরমান বলেছেন:
@ মেহেরুনঃ
আপু আমি আবিরের নামে মামলা কইরা দিবো ভাবতেছি।
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
একজন আবির বলেছেন:
কইরো ।![]()
![]()
![]()
২৪|
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
মেহেরুন বলেছেন: কেন? কেন? কেন?? কি করসে আবির??
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৫
একজন আবির বলেছেন:
@একজন আরমান
২৫|
১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪
একজন আরমান বলেছেন:
আমারে নিয়া গল্প লিখছে। তাও আমার অনুমতি না নিয়া !
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৯
একজন আবির বলেছেন: ![]()
![]()
![]()
২৬|
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
অনীনদিতা বলেছেন: ভাইয়া এই গল্পের আরেকটা পর্ব লিখ।ঐটাতে লিখ যে মীমের বিয়ে, আর বাবু খুশি মনে সুন্দর একটা গিফ্ট নিয়ে মীমের বিয়ে খেতে গেছে।
আরেকটা কথা বাবুর সাথে কিন্তু ওর গার্লফ্রেন্ডও যাবে বিয়েতে।নতুন বছর সব নতুন।![]()
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০
একজন আবির বলেছেন:
বাহ আইডিয়া টা তো চমৎকার আপু।
২৭|
১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
একজন আরমান বলেছেন:
@ অনীনদিতাঃ
আপনার মাথায় এতো ফাউল চিন্তা আসে কই থেকে?
@ আবিরঃ
যদি এই টাইপের কিছু লেখিস তাইলে তোর সাথে আমার আর কোন কথা নাই। এইটা লিখছোস কিছু বলি নাই, তাই বইলা এই প্লটে নতুন কইরা আর কিছু লেখার চিন্তা করিস না। খবরদার।
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
একজন আবির বলেছেন:
ভাইয়া তুমি না চাইলে আমি আর এই প্লটে কিছু লেখব না।
২৮|
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯
একজন আরমান বলেছেন:
লেখবি।
কিন্তু এই প্লটে না, নতুন কোন প্লটে।
ঠিক আছে?
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
একজন আবির বলেছেন:
আচ্ছা।
২৯|
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
অনীনদিতা বলেছেন: আবির ভাইয়া আপনি বলেছেন-
বিঃদ্রঃ এই ঘটনাটির সমস্ত চরিত্র, স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক, যদি কোন জীবিত বা মৃত ব্যাক্তির সাথে এর কোন মিল থেকে থাকে তাহলে লেখক কোন ভাবেই দায়ী নয়।
কিন্তু ভাইয়া আমারতো মনে হচ্ছে ঘটনা কারো সাথে মিলে যাচ্ছে ।
তা না হলে বাবুকে বলাতে আমর গুরুজি এভাবে খেপলো কেন?????
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
একজন আবির বলেছেন:
আমি তো জানি না । ![]()
৩০|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
দুঃখিত বলেছেন: সোনামণি তোমার গুরুজি ইদানিং প্রেমঘটিত কিছু ঘটলেই হঠাৎ হঠাৎ ক্ষেপে যায়। বয়স হইছে তো , তারউপরে আবার না পাওয়াটাও যোগ হইছে তাই একটু খিট খিটে হয়ে গেছে। ইগনর করো ।
তুমি দেখোনা তোমার মতো একটা সুইট পাই পাও কিনা , তাহলে ওরে বিয়া দিয়া দেই। বান্ধবি, ছোট-বড় বোন, (মামাতো-চাচাতো যাই হোক ) একটা খুঁজে এনে দেও না সোনামণি। আফটার অল তোমারই তো গুরুজি। ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
একজন আবির বলেছেন:
@অনীনদিতা
৩১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
একজন আরমান বলেছেন:
কি শুরু হইছে এইখানে?
@ অনীনদিতা ও দুঃখিত
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
একজন আবির বলেছেন:
@ অনীনদিতা ও দুঃখিত
৩২|
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
বটবৃক্ষ~ বলেছেন: বাহ! মনে হচ্ছে ফ্যামিলি কনভারসেশন চলছে...বেশ উপভোগ করছি ।
মন্তব্য করার লোভ সামলাতে পারলাম্না... প্লিজ চালিয়ে যান।
এটা অবশ্য আমরা বুঝতে পেরেছি যে এই পোস্টের ঘটনার সাথে আরমান ভাই অথবা অন্য কারও বাস্তব জীবনের কোন মিল নেই। ![]()
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
একজন আবির বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
৩৩|
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
একজন আরমান বলেছেন:
@ বটবৃক্ষ~:
কিরে ভাই আপ্নেও মজা নিতে চইলা আইছেন ?
২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪
একজন আবির বলেছেন:
![]()
৩৪|
২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
বটবৃক্ষ~ বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।...উহু! ধন্যবাদ আপু..
সবাই খালি ভুল করে ![]()
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
একজন আবির বলেছেন:
ধন্যবাদ আপু..
৩৫|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
ইখতামিন বলেছেন: Hi....................
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
একজন আবির বলেছেন:
ক্যামন আছেন ভাইয়া?
৩৬|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
একজন আরমান বলেছেন:
সরি আপু।
@ বটবৃক্ষ~
২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১
একজন আবির বলেছেন:
@ বটবৃক্ষ~
৩৭|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
একজন আরমানের আত্মা বলেছেন:
আমারে চিনছোস?
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
একজন আবির বলেছেন:
আবার জিগায়।
![]()
৩৮|
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
একজন আরমানের আত্মা বলেছেন:
আমি কিন্তু তোর ভাইয়ের আত্মা !
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
একজন আবির বলেছেন:
হুম আমিও তো চিনছি।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আহারে বাবু পোলাটার লাইগা আমার পরানটা কাইন্দা কাইটা অস্থির হইয়া যাইতাছে । বাবুরে আমার কাছে পাঠাইয়া দিও ছোট ভাই ওর নাট বল্টু স্ক্রু সব টাইট দিয়া দিমুনে দুনিয়াতে কি মিম ছাড়া আর কেউ নাই আর যদি মিম রে চাই চাই তাইলে আমারে কইলেই একবারে উঠাইয়া নিয়া আসুম তয় তুমি কিন্তু আবার বাবুর পথে হাইটনা বুঝলা ছোট ভাই , ভালো থাইক কিন্তু কয়া দিলাম ।