![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।
না ভোট কি জরুরী দরকার তা বুঝার সাধ্য বুঝি আমাদের সংসদের নাই। অথচ আজকে ভারতের ভোটাররা না ভোট দেয়ার অনুমতি পেল।
না ভোটকে একটা রাজনৈতিক দল মনে করে তাতে ভোট কম পরায় তার জামানত বাজেয়াপ্ত ঘোষনা করে নির্বাচনে না ভোট বাতিল করে দিল বাংলাদেশের সংসদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১
শ্রীঘর বলেছেন: না ভোট ত নির্বাচন কে না বলা না। না ভোট হলো প্রার্থীদেরকে না বলা। কোন প্রার্থীকে পছন্দ নাও হতে পারে তাদের কর্মকান্ডের জন্য। অথচ আপনাকে বাধ্য করা হচ্ছে দূনীতিবাজ প্রার্থীকে ভোট দিতে! ব্যাপারটা আমার কাছে বিস্ময়কর!
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮
উড়োজাহাজ বলেছেন: আপনি কিন্ত এর মাধ্যমে নির্বাচনকেও না বলতে পারেন। সব প্রার্থী যেখানে মন্দ হয় সেখানে নির্বাচনকেই আমি না করি। কারণ এই সিস্টেমের মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রে খারাপ লোকগুলোই ক্ষমতায় আসে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৮
শ্রীঘর বলেছেন: ঠিক বলেছেন।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪৫
সাউন্ডবক্স বলেছেন: ভোট যে দিবেন না সেইটা বইলা ও লাভ নাই, আরেক জন দিয়া দিবে!!
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২১
দুরন্ত-পথিক বলেছেন: বাংলাদেশে না ভোট এর অপশন টা রাখা উচিৎ খুব করে । তাতে শাসক শ্রেনীরা দেখতে পেত তাদের কে কত জন চাইছেনা এই পদে ।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭
উড়োজাহাজ বলেছেন: জনগণের উপর তাদের বিশ্বাস নেই, তা্ই না ভোট পদ্ধতি রাখা হয় নি। কারণ তারা যে করেই হোক নির্বাচিত হতে চায়। এটা একটা সিস্টেম। এই সিস্টেমের বেড়াজাল দিয়ে জনগণকে আটকানো হলো।