![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।
ইদানীং ব্যাংকগুলি তাদের নামের পাশে ইসলামী লেখার তৎপরতা বেশ লক্ষনীয়।
শাহজালাল ব্যাংক নামের পরিবর্তে শাহজালাল ইসলামী ব্যাংক,
ফাস্ট সিকিউরিটি ব্যাংক নামের পরিবর্তে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,
আরও কত কি হবে? ইসলামী নামটা লাগাইতে পারলেই ব্যবসা তুফানমেইল!
মুসলমানেরা সব কিছু নেয় কিন্তু নিজের মত কইরা নেয়। হারাম রে হালাল বানাইতে তাদের সময় বেশী লাগে না। বাংলাদেশের ইসলামী চিন্তাবিদেরা কিভাবে সব কিছুর মধ্যে শরবতে চিনির মত ইসলাম বা ইসলামী টাকে একটু গুটা দিতে চায়। কি জানি বাপু ফেসবুকটাকে যদি ইসলামী ফেসবুক বা গুগল টাকে যদি ইসলামী গুগল বানানো যাইত, হয়ত তারা এই ব্যাপারে ও গবেষণা চালিয়ে যাচ্ছে...
১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫০
শ্রীঘর বলেছেন: কথা সত্যি কি মিথ্যা জানি না। তবে ব্যাংকগুলার সাইনবোর্ড দেখলে আমার মাথার চুল ছিরতে ইচ্ছা করে। ভাল থাকবেন আশা করি।
২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৫৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভাই শ্রীঘর, ইসলামী ব্যাংকিং সম্পর্কে আপনার কোনো ধারণা কি আছে? আমার মনে হয় নেই। থাকলে এমন কথা বলতেন না। বাংলাদেশে কেবল নয় বিশ্বের অনেক দেশ এখন ইসলামী ব্যাংকিং করছে এর কারণ কিন্তু কেবল মুসলমানদের ব্যাংকিং এ আকৃষ্ট করার জন্য নয়। এর কারণ ইসলামী ব্যাংকিং ট্রানজেকশন ব্যাংকিং করেনা। এরা করে রিয়েল টাইম ব্যাংকিং। তাই বছর পাচেক আগে সারা বিশ্বের ব্যাংকিং এ এতো বড় ক্যালেংকারি হলো তাতে কোনো ইসলামী ব্যাংক নেই। ট্রানজেকশন ব্যাংকিং হলো পেপার ব্যাংকিং আর রিয়েল টাইম ব্যাংকিং হলো কোনো লেনদেন সঠিক ভাবে হচ্ছে কিনা তা যাচাই করে সম্পত্তির হস্তান্তর নিশ্চিত করে ব্যাংকিং। একে অনেকে মনিটরিং ব্যাংকিং ও বলছেন যা অনেক কনভেনশনাল ব্যাংক শুরু করেছে। তাই কেবল হারাম কে হালাল করার জন্যই ব্যাংকের মাথায় ইসলামী লাগায় না। তবে কেউ করে থাকলে এর দায়-দায়িত্বও সেই ব্যাংকের কর্মকর্তাদের কে নিতে হবে। (আপনার কথা একেবারে উড়িয়ে দেয়ার মতোনা আবার যা বলছেন তা পুরোপুরি মেনে নেয়ার মতোও না।)
ও আরো একটা তথ্য দিচ্ছি। মধ্য প্রাচ্যে ইসলামী ব্যাংক গুলো তাদের ব্যাংকের নামের থেকে ইসলামী নামটি উঠিয়ে দিচ্ছে। তাই বলে এই সব ইসলামী ব্যাংক কিন্তু কনভেনশনাল ব্যাংক এর মতো কাজ করবে না। তারাও মুনাফা বৃদ্ধি বা বাজার বৃদ্ধি করতে চাচ্ছে। এখন এরাকি মুসলমান থেকে নাফরমান হয়ে যাবে?
১০ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮
শ্রীঘর বলেছেন: দেখুন আপনে যা বলছেন তাতে আমি পুরাপুরি একমত। সামুতে স্বাধীনভাবে মত প্রকাশের আর কোন অধিকার থাকল না মুক্তমনাদের। আমার ব্লগীংয়ে আরও সচেতন হওয়া উচিত। ভাল থাকবেন।
৩| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০২
অরণ্যতা বলেছেন: Islami bank is not only a name. Islami Banking is a different way to run banking activities and the system is successful around the world.
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কথা কিন্তু সত্য।