![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।
ধর্মগুলির সৃষ্টি হওয়ার পর পক্ষে বা বিপক্ষে সেগুলোর অবস্হান সুদৃঢ় হয়ে পড়ে। বিপক্ষে অবস্থানকারীরা প্রতিনিয়ত তা অমানবিক ও যুক্তিহীন বলে মনে করে আসছে। পক্ষের লোকেরা তা পালনে শান্তি খুজে পায়। নিজেদের ঐকান্তিক চেষ্টায় সম্পদ বা বিদ্যা অর্জনেও তারা ঐশ্বরিক অবদান মনে করে।
ধর্মদ্বন্দ্বের প্রধান অন্তরায় একমাত্র শব্দটিতে নিহিত।
পক্ষদের নৈতিক শিক্ষাটিও একক হয়ে পড়ে। স্থির বা থীতু হয়ে পড়ার কারনে প্রকৃত সম্মুখ চলা প্রায় শূন্য। বিপক্ষরা বহুমাত্রিকতায় অবস্থান নেয়। এতে তার মনন ও মেধার অপূর্ব সমন্বয় ঘটে। পরিবর্তনেরও পরিবর্তন ভাবাপন্ন মনা হয়।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৭
শ্রীঘর বলেছেন: আমই শুধু কথাগুলিকে একটু মডিফাই করলাম। এই ভাবনাটুকু আগেই অনেকে ভেবে রেখেছে।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১১
মাকড়সাঁ বলেছেন: ধর্ম সংলাপ
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮
শ্রীঘর বলেছেন: ধর্মালাপও বটে!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০২
জনাব জব্বর বলেছেন: জ্বে আজ্ঞে (বঙ্কিমীয় বাঙলার লেভেল বেস্টটা ট্রাই করলাম)।