![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
কাল রাতে ঘুম ধরতে ছিলনা। তাই চিৎ হয়ে শুয়ে উপরে ফ্যানের দিকে তাকিয়ে বিশেষ কিছু ভাবছিলাম। সবুজ রংয়ের একটা ডিম লাইট জ্বালিয়ে রেখেছিলাম। রাত ১২ টা ২১ বাজে মোবাইলে দেখলাম। হঠাৎ দেখি ২ টি জোনাকি পোকা রুমের ভেতর উড়তেছে। অনেক মিষ্টি একটা অনুভূতি যেন মনের ভেতর ঢেউ খেলে গেল। ভাবলাম এরা হয়তো রুমের আলোটাকে আরও একটু বাড়াতে এসেছে। এসব নিয়ে অনেক কিছুই ভাবলাম। খানিকক্ষণ পরে দেখলাম ফ্যানের পাখার
আঘাতে একটা জোনাকি
আহত হয়ে আমার সোজা মশারির উপর পড়লো। খেয়াল করে দেখলাম অপর জোনাকিটা তার উড়ার গতি বাড়িয়ে দিয়েছে। মনে হল যেন সংগীকে খুজতেছে। কিছুক্ষণ পর বন্ধুকে খুজে পেয়ে সেটিও মশারীতে বসলো। কষ্ট করে উঠে ফ্যানটা অফ করলাম। নিজেকে অপরাধি
মনে হচ্ছিলো কেন আমি এই ঠান্ডায় ফ্যানটা ছেরেছিলাম। জোনাকটাকে ছোয়ার সাহস হল না যদি ব্যাথা পেয়ে যায়। আবার শুয়ে জোনাকটাকে
দেখতে লাগলাম। আর ভাবলাম মানুষ না হয়ে যদি ওই জোনাকটা আমি হতাম তাহলে কেউ হয়তো আমাকে ভালোবাসতো, কষ্ট পেত আমার দু:খে। এসব ভাবতে ভাবতে দেখলাম হঠাৎ একটা টিকটিকি এসে
জোনাক দুটোকে খেয়ে ফেললো। আর এতে করেই আমার জোনাক হওয়ার শখ মিটে গেল। আমি মানুষ হয়ে জন্মাতে পেরে
সবচেয়ে খুশি।
©somewhere in net ltd.