![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
কিছু কিছু মানুষ তার ফেলে আসা অনুভুতিকে নিছক বোকামি মনে করে। মনে করে সেগুলো ভুল ছিল, কিন্তু সে ভুলের মাঝেই সে একসময় সুখ খুজে পেয়েছে, যে সুখ পেলে একটা মানুষ তার সারাটা জীবন কাটিয়ে দিতে পারে।
সেই ভুলগুলোর মাঝেও যে কিছু সত্য ও সঠিক অনুভুতি লুকিয়ে ছিল, তা হয়তো মানুষ আর মনে রাখে না। সে নতুন করে অনুভুতি সাজায়, নতুন করে ভাবতে শিখে।
মানুষের অনুভুতির এই যে পালাবদল, এই বদলের সাথেই ভেসে যায় কত মানুষের স্বপ্ন।
নিজের অনুভুতিকেই যে অসম্মান করে বার বার লজ্জিত হয়, সে অপরের অনুভুতির মর্ম কি করে বুঝবে। কি করে পারবে মানুষকে ভালোবাসতে।
আসুন আমরা নিজের চিন্তা ভাবনাকে গুরুত্ব দেই, ন্যায় অন্যায়ের পাল্লায় মাপি, আর মানুষকে ভালোবাসি।
©somewhere in net ltd.