![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
হায়রে প্রিয় জীবন
তোমার খুশিতে তোমারে পুষিতে
করিয়াছি কত গুনা,
তোমারে সেবিতে সংসারে আমি
হইয়াছি কত দেনা।
শোন আভাজন শোন দিয়া মন
করিয়ো না কেহ ভুল,
ভুলের মাশুল জোগাইতে গিয়া
কেহ পাইবে না কোন কুল।
কতো কথা কতো স্মৃতি মোর
দানা বাঁধে বার বার,
পারিনা বলিতে আরো কতো কথা
যাহা ছিল বলবার।
গাথিয়াছি কতো মালার বাঁধন
করিয়াছি অভিমান,
আমারে যাহারা ভালোবাসিয়াছে
দেইনিতো প্রতিদান।
পাষান পৃথিবী সুনিল না কানে
নিরব কান্না তার,
অশ্রু মাখান বিদায়ের সুর
বাজিতেছে চারিধার।
কোনো একদিন এমনি করিয়া
বিদায় লইতে হবে,
কতো গুনীজন কতো মহাজন
যারা এসেছিল ভবে।
১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩৭
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪
তারেক_মাহমুদ বলেছেন: এটাই জগতের নিয়ম সবাইকেই একদিন বিদায় নিতে হয়।ভাল লাগলো সাজ্জাদ ভাই। লাইক দিলাম।
১৯ শে মে, ২০১৮ দুপুর ২:৩৬
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৩:৪৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: চিরন্তন সত্য যে প্রত্যেক প্রাণীকে মূত্যুর স্বাদ গ্রহন করিতে হবে
১৯ শে মে, ২০১৮ বিকাল ৪:১৭
মীর সাজ্জাদ বলেছেন: হ্যা ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৮ দুপুর ১:৫৪
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ ভাল লাগা কবিতা।
শুভ কামনা রইল।