![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
ভালোবাসা তুমি,
আমার বাড়ির পাশে যমুনার তীরে, আগ্রার তাজমহল,
ভালোবাসা তুমি,
রাতের আকাশে চাঁদকে ঘিরে, হাজারো তারাদের টহল।
ভালোবাসা তুমি,
প্রিয়তমার হাতে গুজে দেয়া, একগুচ্ছ গোলাপের সুগন্ধ,
ভালোবাসা তুমি,
রোমিও জুলিয়েটের সেচ্ছায়, বীষ পানের আনন্দ।
ভালোবাসা তুমি,
বাসর রাতে নববধুর, সলাজ নীরবতা,
ভালোবাসা তুমি,
তোমায় নিয়ে আমার লেখা, মায়াময় আবেগী কবিতা।
ভালোবাসা তুমি,
প্রিয়তমার লাগি ত্যাজি সিংহাসন ঘোষিত, প্রেমের জয়,
ভালোবাসা তুমি,
চন্ডীদাসের ছিপ ফেলে মাছ ধরার, সুচতুর অভিনয়।
ভালোবাসা তুমি,
কবি জসিমের দাদীর কবরে, দাদীর পুরানো স্মৃতিচারণ,
ভালোবাসা তুমি,
প্রিয়ার কপালে আমার প্রিয়, ছোট্ট তিলকটি উঠানোর বারণ।
©somewhere in net ltd.