![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
পাড় ভাঙা সেই যমুনা নদীর তীরে,
অসুস্থ হয়ে গাছপালারা যেন মরে,
বাড়িঘর গুলো ধুধু হাহাকার করে,
মানুষের আফসোস নদী ভাঙা যেন ফিরে।
আকার আকৃতি যেন অচেনার রুপ নিয়ে,
পালটে দিয়েছে পরিবেশ ভাঙনের তীব্রতা দিয়ে,
এলোমেলো চারিদিক শুধু দু:খের কথাই বলে,
মানুষের চিৎকার তাই কলরবের সুর তোলে।
মানুষের মত ছন্নছাড়া পাখি আশ্রয়ের সন্ধানে উড়ে,
ফুলগুলো তাই কলি হয়ে অকালে যায় ঝড়ে,
মাছগুলো শুধু উল্লাস দিয়ে নদী পথে বয়ে চলে,
বাড়িঘরের ব্যস্ততা জেলেদের নেশা হারিয়ে ফেলে।
অবশেষে থাকে শূন্য অস্তিত্ব গ্রামের ছবিটির,
দুরের ফাকা চকগুলোতে হয়ে যায় মানুষের ভীড়,
বাস্তবে তুমি দেখ যদি সেই অচেনা মুখের ছায়া,
কষ্টের ফেরাকলে হারাবে নিজেকে বাড়বে শুধু মায়া।
ছবি সুত্রঃ গুগল।
২৩ শে মে, ২০১৮ সকাল ১০:০৫
মীর সাজ্জাদ বলেছেন: ভাইয়া আমার সাথে একই ঘটনা ঘটেছে।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৮ রাত ১১:৫৭
প্রামানিক বলেছেন: যমুনা নদী আমাকে ফকির করেছে। যমুনা নদীর নাম শুনলেই আমার বুকটা মোচড় দিয়ে উঠে। ধন্যবাদ কবিতার জন্য।