![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
চাই নতুন চিন্তা, চাই নতুন ভাবনা,
চাই নতুন আশা, চাই একটু ভরসা।
চাই সকলের ঐক্য, চাই একমাত্র ধর্ম,
চাই মানুষের পরিচয় হোক তার কর্ম।
চাই শান্তি, চাই অবসর, চাই সজীব নি:শ্বাস,
চাই ভাইয়ে ভাইয়ে মানুষে মানুষে বিশ্বাস।
চাই আদর, চাই তার নিটল ভালোবাসা,
চাই মায়ের দোয়া, চাই পূরণ করতে পরিবারের আশা।
চাই সবাই শ্রম দিক, দেশটাকে গড়ে তুলুক,
চাই একই আলো হাওয়ায় সবাই বেড়ে উঠুক।
চাই জল্পনা, চাই কল্পনা, চাই মুক্ত আনন্দ,
চাই দৃষ্টি, চাই কৃষ্টি, চাই জীবনের ছন্দ।
চাই সংগীত, চাই সুখনীড়, চাই প্রেম আনন্দ,
চাই সুর, চাই হাসি, চাই কান্না বন্ধ।
চাই নিরাময়, চাই দীপ্তি, চাই বিনোদনের অবসর,
চাই বোনের ভালোবাসা, কেউ যেন কখনো না হয় পর।
ছবি সূত্র: গুগল।
২৫ শে মে, ২০১৮ রাত ১২:০৭
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া আমার ব্লগে এসে কবিতাটা পড়ার জন্য।
২| ২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫
আকিব হাসান জাভেদ বলেছেন: চাই সচল পথ
চাই ভাঙ্গিয়ে লোহার পিঞ্জিরা
খুলে যাক নতুন দোয়ার।
২৫ শে মে, ২০১৮ দুপুর ২:৩৯
মীর সাজ্জাদ বলেছেন: জয় হোক আমাদের চাওয়া পাওয়া। ধন্যবাদ মন্তুব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৮ রাত ১২:০২
পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা, খুব ভালো লাগল।