![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
সবটুকু পরিচয় দিয়ো না গো প্রিয়া,
যতই কাঁদুক মন তৃষ্ণাতুর হীয়া।
পেটে পুরে খাঁনা খেলে ঘুম আসে চোখে,
ফুলের হাসিটি মরে পীড়নের শোকে।
পেয়ে গেছি যবে বলি হারিয়েছি হীয়া,
বিন্দু বিন্দু আলো শোভা তাই দিয়ো প্রিয়া।
অতি আলো কভু নাহি দেয় সব আলো,
বেশী আলো প্রেমালোকে কভু নাহি ভালো।
পরখ করিতে শুধু আলোর কদর,
প্রেমের প্রাসাদ প্রিয়া কোরোনা সদর।
দেহ চেনা যায় ভবে এক পলকে,
মন চিনিবারে ফিরি ভুলোকে ভুলোকে।
২৯ শে মে, ২০১৮ রাত ১১:১৮
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:৫৩
উদাস মাঝি বলেছেন: যদিও আমি কবিতা তেমন বুঝিনা, কিন্ত আমার খুব খুব ভাল লেগেছে ভাই ।
৩০ শে মে, ২০১৮ সকাল ৮:০৩
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৯ শে মে, ২০১৮ রাত ১১:৫৬
উদাস মাঝি বলেছেন: এত ভাল কবিতা লিখেন অথচ এখনও ফ্রন্ট পেজে আসতে পারেন নি ?
খুব দুঃখজনক ।
ব্লগে আরও সময় দেন, ৮মাসে মাত্র ৮০টি মন্তব্য !! এটা ঠিক না ।
৩০ শে মে, ২০১৮ সকাল ৮:০৫
মীর সাজ্জাদ বলেছেন: জ্বি ভাই, চেষ্টা করতেছি। আসলে চাকরী করি তো, তাই ইচ্ছে থাকা সত্ত্বেও সময় দিতে পারি না।
৪| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:০৩
উদাস মাঝি বলেছেন: ব্লগে অনেক চাকরিজীবী আছে ওরাও কিন্ত সময় বের করে নিয়মিত ব্লগে আসে ।
৫| ৩০ শে মে, ২০১৮ রাত ৯:৩৪
মীর সাজ্জাদ বলেছেন: আচ্ছা ভাই চেষ্টা করবো, দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৮ রাত ৯:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। এ প্লাস!