![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
উত্তেজনার তীব্রতা নিয়ে, আসিতেছে বিশ্বকাপ,
সকল বাধার উর্ধ্ব উঠে, বাড়তেছে শুধু মনের চাপ।
খেলা তো মাঠে খেলে, সকল শংকা যেন আমাদের মনে,
তর্কের শিকর ডানা মেলে, চায়ের কাপে ঝড় তুলে।
প্রিয় দলের প্রিয় খেলোয়ার, জানি ভালো খেলবেই,
আত্মবিশ্বাসে প্রবল এ মন, ভালো খেলার জয় হবেই।
দিন আর কিছু বাকি, প্রস্তুতিটাকে সামনে রাখি,
জানিনা এবার কে হবে লাকি, হে ব্রাজিল দিও নাগো তুমি ফাকি।
অবশেষে বলবো উজ্জ্বল চিন্তায়, প্রিয় দল রয়েছে মনের ভাবনায়,
তর্ক নেই সমাধানের সম্ভাবনায়, জয় আসবে মাঠের তাপের উত্তপ্ততায়।
২| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:৪৫
মীর সাজ্জাদ বলেছেন: তার মানে ভাই আপনার মাঝেও বিশ্বকাপ উত্তেজনা কাজ করতেছে। যাই হোক আসলে ফুটবল খেলা পছন্দ করি তাই এটা নিয়া একটি মাতামাতি করতে ভালো লাগে।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৮ রাত ১১:৩৫
প্রামানিক বলেছেন: বিদেশের দল নিয়ে
মিছেমিছি উত্তেজনা
আমি ভাই কোন দলে
কারো কাছে বলবোনা।