![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
ধীরে ধীরে শিশু গণ বয়ঃপ্রাপ্ত হলে,
ষড় রিপু সাথে সাথে উঠে ডানা মেলে।
কাম, রিপু তাড়নায় আসে ছটফটানি,
কৌতূহল বৃদ্ধি করে সর্বনাশিনী।
এ রিপু যৌবন কালে প্রশ্রয় পাইয়া,
স্ব-স্বর্গ রচনা করে বধির হইয়া।
ভোগ বিলাসের নানা চিন্তা দানা বেধে উঠে,
অন্ধকারে পথ চলে, যায় ঘাটে ঘাটে।
ইহা আনে দেহে ক্লান্তি মনের অবক্ষয়,
ভালো চিন্তা করিবার তখন থাকে না সময়।
কুচিন্তা অন্যায় ভাবনা আনিয়ো না মনে,
স্বর্গ সুখ লাভ হবে, থাকিয়া ভুবনে।
অমর হইতে চেষ্টা করো অবিরত,
রিপুর বশেতে দেহ হইবে না ক্ষত।
ন্যায় সঙ্গত ভাবে করো ব্যবহার,
ইহাই উদ্দেশ্য হোক জীবনে তোমার।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৩
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩
বিজন রয় বলেছেন: ছড়ার তালিকায় স্থান পাবে।
৩| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬
আরোগ্য বলেছেন: দারুণ প্রকাশ।
৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬
আরোগ্য বলেছেন: দারুণ প্রকাশ।
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৪
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
৫| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪
শুভবাদী রোদ বলেছেন: ভাল হয়েছে। স-স্বর্গ, না-কি স্ব-স্বর্গ হবে?
১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
মীর সাজ্জাদ বলেছেন: স্ব-স্বর্গ হবে।
৬| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮
বাকপ্রবাস বলেছেন: সুন্দর ছড়া।
(অন্ত্যমিল ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে, পুরোপুরি মিলছেনা)
১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
মীর সাজ্জাদ বলেছেন: পরবর্তীতে চেষ্টা করবো ঠিক রাখার। ধন্যবাদ।
৭| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬
এ.এস বাশার বলেছেন: সুন্দর ছড়া....যৌবনের টানা পোড়ন নিয়ে.....
১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
৮| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: বিস্ময়কর এবং দুঃখজনক!
১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬
মীর সাজ্জাদ বলেছেন: বিস্ময়কর তো বুঝলাম, কিন্তু দু:খজনক বললেন কেনো!! #রাজীব নুর ভাই
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৩
বিজন রয় বলেছেন: ষড় রিপু নিয়ে দারুন ছড়া।
আমাদের সাবধান হতে হবে।
++++