![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
রাগ রিপু মানুষের অমঙ্গল আনে,
মঙ্গল বিধানে রাগ লাগে কামে।
অন্যায় আচরণ যার সতত বিরাজে,
তাহাকে দমন করে রাগ রিপু রাজে।
রাগের কারনে নর নৃশংস পিচাশ,
রাগের প্রয়োগে হয় রাগের বিনাস।
ন্যায় প্রতিস্থার কাজে রাগ জাগাইলে,
সে রাগ ভরিয়া দিবে পৃথিবী মঙ্গলে।
রাগের কারনে যদি বুঝিতে না পারো,
চুপ করে শান্ত মনে বসে চিন্তা করো।
রাগের বশ তুমি কভু না হইবে,
তোমার বশে রাগ সদাই রাখিবে।
রাগের কারনে যদি আসে অমঙ্গল,
সে রাগ দমিয়ে রাখো পাইবে সুফল।
রাগ রিপু লাগাইয়ো না অন্যায় কারনে,
লাগাও ইহারে শুধু কল্যান সাধনে।
১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
মীর সাজ্জাদ বলেছেন: রাগের মাধ্যমে ভালো কাজের জয় নিশ্চিত করতে হবে। বিনা কারণে রাগাত্মিত হওয়া যাবে না। এবং কোন ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
রাজীব নুর বলেছেন: আপনার কবিতার সারমর্ম হলো- রাগ করা যাবে না।