![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
অন্ধ আমি ওগো, দেখা দাও মোরে,
তোমারে বাঁধিতে চাহি, নয়নের ডোরে।
রহ জেগে সব জাগা, চিরদিন জানি,
চোখে যবে নাহি আলো, শুনি শুধু বাণী।
এতো রুপ এতো শোভা, দিয়েছো ধরারে,
নাহি জানি রুপ কতো, তোমার আকারে।
দূরে দূরে কত আলো, হাসে নৌ-তীরে,
আলোয় আলোময় তুমি, প্রভু বলে।
প্রিয়ার পরশমণি, কতই না মধুর,
তোমার পরশ বিভু, চেখোনা সুদূর।
প্রেমের পরশে তব, আমি আছি সুখে,
সাঙ্গ করি ভবলীলা, যবে যাবো কাছে,
সঙ্গ দিয়া ওগো প্রভু, রেখো তব পাশে।
১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।