![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
কিছু কথার অন্তরালে,
কিছু কথা খেলে লুকোচুরি,
সামান্য বিবেকের অভাব হলেই,
বুকেরে বিদ্ধ হয় আঘাতের ছুরি।
কথার মিষ্টতার বেড়াজালে,
সপ্নীল রহস্য দেয় হাতছানি,
অবুঝ হয়ে থাকলে তুমি,
কার্যকর হয়ে যাবে ফাসির বাণী।
বেশি কথার বদৌলতে অনিষ্ট যখন,
কড়া নাড়বে মনের কোঠায়,
বুঝবে না তুমি তখন,
কোন মাসে কলিরা নতুন ফুল ফোটায়।
কষ্টের স্বাদ না পেলে বন্ধু,
সুখ কাকে বলে বুঝবেনা,
কথার মাঝে সুপ্ত যে তা,
বুঝতে পারলেই হবে চিরচেনা।
কথাকে করিও স্বল্প,
করিও না তার বেশি খরচা,
ভালোটা তোমারই হবে,
শুধু করো এর একটু পরিচর্চা।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
২| ১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: কথায় জয়, কথায় ক্ষয়।
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন।
৩| ১৬ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
নূর ইমাম শেখ বাবু বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। অনেক ভাল হয়েছে।