![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
ইচ্ছাকৃত ভুল আর অপরাধবোধ,
সচেতনতার করে প্রকাশ,
উচ্চ মাত্রায় ভুলের তীব্রতা,
স্ববোধকে সর্বদা করে প্রহাস।
সুবুদ্ধি উদয় হয়,
বসত করতে চায় মনের আঙিনায়,
অপরাধী মনের কাছে তা,
বার বার শুধু হার মেনেই যায়।
এ যুদ্ধ যেনো আবেগেকে হারিয়ে,
মনেতে আনতে পারে লোভ,
তারই তাপে গলিতো হ্রদয়,
অপরাধ শেষে জাগিয়ে তোলে ক্ষোভ।
সময়ের সাথে সুবুদ্ধির প্রয়োজন,
প্রযোজন তার সুষ্ঠ প্রয়োগ,
দৃঢ়তার সাথে সুচিন্তার সুবাস,
মন থেকে অস্থিরতাকে করবে বিয়োগ।
আনন্দের অনুভুতি থাকবে সৎ চিন্তায়,
থাকবে না তাতে পাপাচার,
মানুষকে ব্যক্তিত্ববান করতে হলে,
প্রথমেই দরকার তার উত্তম ব্যবহার।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১২
মীর সাজ্জাদ বলেছেন: ছড়া ও কবিতার সংমিশ্রন। বলতে পারেন মনের ভাব, মনের চিন্তা প্রকাশের চেষ্টা মাত্র।
২| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: যাই হোক ছড়া বা কবিতা অথবা আপনার মনের আকুতি। ভালো লাগল।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৩
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ নুর ভাই।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনের সাথে যুদ্ধ কেন জনাব? ভালবাসতে শিখুন।
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২৭
মীর সাজ্জাদ বলেছেন: মনের সাথে যুদ্ধ করা মানুষগুলো ভালোবাসতে জানে, কিন্তু তা বেশিরভাগ সময়ই অপ্রকাশ্য থেকে যায়।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৮
বিজন রয় বলেছেন: এটা ছড়া, না কবিতা, না গান? ছন্দ ধরতে পারলাম না।
শুভকামনা রইল।