নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

ছোটবেলার ও বর্তমান।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

অতীত স্মৃতির সেই প্রাণের ছোটবেলা,
ছিল মমতা ও মায়ায় সিক্ত,
তখন বোধগম্য হয় নি,
এ জীবন হতে পারে এতটা তিক্ত।

তখন ছিল না মনে,
বাস্তবের নিষ্ঠুর চিন্তা চেতনা,
অবচেতন মনে কাটাতাম সময়,
ছিল না এখনকার মত যাতনা।

অন্তরে আজ বাজে সেই,
ফেলে আসা দিনগুলোর ঢাকঢোল,
কত ছুটাছুটি, কত মাতামাতি,
কতটা প্রিয় ছিল যে, মায়ের সেই কোল।

জানিনা হঠাৎ কি করে কবে,
এতটা বড় হলাম,
সময় যেনো হারিয়ে গেল,
আমরাও পরিবর্তন হয়ে গেলাম।

হয়তো এর চেয়ে আরও বড় হলে,
ভাববো এই মুহুর্তটাকে,
এ সময়টাও যে অনেক আনন্দময়,
এসো উপভোগ করতে শিখি বর্তমানকে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৩

সনেট কবি বলেছেন: বেশ

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৯

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ গুরু।

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ নুর ভাই।

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: ভালো লাগলো

১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৫

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.