![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
এসেছি ঢাকায়, একদিন হতে না হতেই,
মনে পড়তেছে গ্রামের কথা,
সেই ছায়াময় পথ, অজস্র বাতাস,
আর কত রীতি নীতি, কত রকমের প্রথা।
রোদ্রের তাপ যেনো শহরে এসে,
মানুষের শরীরের রক্ত নিচ্ছে শুষে,
স্বাভাবিক ভাবে যায়না হাটা সুস্থ নি:শ্বাসে,
মানুষিক প্রশান্তিও পেলাম না অবশেষে।
শহুরের রাত যেনো কোলাহলপূর্ণ,
নেই প্রাণ ভরে বাতাস নেয়ার জায়গা,
আমার বাড়ির পাশের মনোহর খোলা মাঠ,
মনকে যেনো করে তোলে সোহাগা।
মর্ম তবো বোঝা না যায়,
দুরে কভু না গেলে,
ছায়া নীড় হয়ে থাকো মোর পাশে,
অজানা ব্যাধি আর দু:খের সাগরের ঢেউ এলে।
হে আমার গ্রাম, তোমার শাসনে হয়েছি আবেগি,
পেয়েছি খুঁজে সুখের আশ্রয়,
যেথায় যাইনা কেনো, ভুলিতে পারিনা,
যতই হোক না এ মনের ক্ষয়।
১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯
রাজীব নুর বলেছেন: সময় পেলেই গ্রামে চলে যাবেন।
১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২
মীর সাজ্জাদ বলেছেন: সময় পেলে আর দেরি করি না ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গ্রামের প্রকৃতি স্নেহ-শীতল।