![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
কিছু বলবো বলে ভাবছি না,
শুধু চাচ্ছি চিন্তার অবকাশ,
ডানা মেলতে চাই পাখির মত,
হতে চাই না কারো পরিহাস।
বিলাসীতার উচ্চ শিখরে,
চাই না আমি পৌছাতে,
চাই গ্লানির সামান্য দমন,
আর নিজের মান নিজে রাখতে।
নীরবতার মনোভাব সুস্থতার বেশে,
মিশে যাক আচার আচরণে,
দৃঢ়তার পরিচয়ে আত্মপরিচয়,
ভয় না পাই যেন মরণে।
দুর হোক শত অভিমান,
রেগে থাকা যত মুহুর্তের স্মৃতি,
আবেগের টানে আসবে ছুটে,
যত ভালবাসা যত প্রেম প্রীতি।
সুখের রাশিগুলো বিন্যাস হোক,
হোক তার জয়গান,
জীবনের হিসাবে থাকবে ভুল,
সঠিক চিন্তায় করতে চাই তার সমাধান।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪
মীর সাজ্জাদ বলেছেন: মানুষ জীবনে জীবন সম্পর্কে অভিজ্ঞতা হতে বেশি সময় লাগে না ভাই।
২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা।
আপনি কি কবিতা ছাড়া অন্য কিছু লিখেন না??
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৭
মীর সাজ্জাদ বলেছেন: কবিতা লেখায় বেশি স্বাচ্ছন্দবোধ করি, যতটুকু সময় পাই কবিতাই লিখি, তাই অন্য কিছু লেখার সময় হয়ে উঠেনা। ধন্যবাদ আপনাকে।
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯
সাগর শরীফ বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগল।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবনের হিসাবে থাকবে ভুল, সঠিক চিন্তায় করতে চাই তার সমাধান।
............................................................. চলমান জীবনের হিসাবে ভুলের মাধ্যমে শেখা,
সঠিক চিন্তায় বা আসবে কেমনে অভিজ্ঞতা না থাকলে ?