![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
জীবনের নোটবুক বড়ই বিচিত্র,
দাবানলের কিছু অংশে পানি দেয়ার মত,
যতই চেষ্টা হোক না কেনো,
দু:খ বেদনা থাকবে অবিরত।
দু:খের বিজলী চমকিয়ে উঠে,
জীবনের আকশ্মিক ধাপে,
আলো এসে হঠাৎ চলে যায়,
অজানা ভয়ে নিশ্চিত দু:খরা শুধু কাঁপে।
আধার হয়ে কালো মেঘ যখন,
ইশারা দিয়ে ডাকে,
দু চোখের জল ফোটায় ফোটায়,
অঝড়ে ঝরতে থাকে।
বাক্সবন্ধ ইচ্ছের জুরি,
উকি মারতে চায় সুস্থ ভাবনায়,
চাবিবিহীন দু:খের তালা আটকে গেলে,
সুখ রে কি আর খুঁজে পাওয়া যায় !
কষ্টের তাপমাত্রার তীব্রতার আকারে,
সুখ দু:খের বিবেচনা হয়,
অল্প সুখকে আকড়ে ধরে,
সুখী হওয়া এত সহজ নয়।
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
২| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
নূর ইমাম শেখ বাবু বলেছেন: মূল্যবান কথামালা দিয়ে সাজিয়েছেন।
ভাল লাগল।
ভাল থাকুন।
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
৩| ২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
ব্লগার_প্রান্ত বলেছেন: সুখী হতে হলে, নিজেকে সুখী ভাবতে হবে
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৪
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন। নিজেকে সুখী ভাবাটাই কঠিন।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০
রাজীব নুর বলেছেন: দিন শেষে বাসের প্রবল ভীড়ে সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরা মধ্যবিত্ত ছেলের চোখে হয়তো স্বপ্নের ঝিলিক থাকে না কিন্তু দৃঢ়তা থাকে।
২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৬
মীর সাজ্জাদ বলেছেন: অনেক সুন্দরভাবে বলে দিলেন কথাটা। তবুও মধ্যবিত্তরা স্বপ্ন দেখতে ভালোবাসে।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
সাগর শরীফ বলেছেন: সুন্দর