![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
সিগারেট তোকে চুমিবো আর কতরে,
বারে বারে তুই কাঁদাস কেন মনরে।
তোর সুগন্ধি ধোয়ার নেশায় নেশায়,
ধোয়া উড়ালাম হাওয়ায় হাওয়ায়,
কোন সে পাষণ্ড তোরে আনিল ধরায়।
আপনি জ্বলিয়া তুই জ্বালালি আমারে,
ভালোবেসে তোরে পাই মায়ের ঝাটারে।
কেমন তোর স্বভাব বদ পাষণ্ডরে,
বাহিরে ভালো ভিতরে করিস কালোরে।
কতই পণ মায়ের নিকট করেছি তোরে ছাড়তে,
পারিনি তোর মমতা কভু কাটাতে,
টানে টানে দু:খ নিয়ে, বার বার শুধু কান্দি,
তবে এবার তোরে ত্যাগ করিব, মনে মনে বান্দি।
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৭
মীর সাজ্জাদ বলেছেন: সবাই তা জেনেও ছাড়তে পারে না।
২| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯
হাবিব বলেছেন:
ভালো লেগেছে।
খান খান, বেশি করে খান। তবে নিজেকে সিগারেটের আগুনে পুরায়েন না।
২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪
মীর সাজ্জাদ বলেছেন: শুধু পুড়াচ্ছিই না, একদম ক্ষত বিক্ষত করে ফেলছি।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২
রাজীব নুর বলেছেন: সিগারেট ভালো নয়। মোটেও ভালো নয়।