নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

কষ্ট

২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯

কষ্ট কষ্ট করে মোরা,
করছি সময় নষ্ট,
যা হবার তা হবে,
হতে থাকুক যতই পথভ্রষ্ট।

কষ্টের বাতাস লাগেনি কার,
বহে নাই কার শরীরে?
অনুভুতির ছোয়া ভেসে বেড়ায়,
ঐ দুর নীল পাহাড়ে।

সিক্ত তারল্যে প্রতিফলন হয়,
কষ্টের চিহ্নিত রেখা গুলো,
ঢেউয়ের তাড়নে কম্পন বাড়ে,
কষ্টের রং যে অনেক কালো।

ধুয়াশার আধারে লুপ্ত আলো,
স্বল্প কিছু চেতনা বাড়ায়,
একটু সুখ বাঁচতে শেখায়,
প্রবল ইচ্ছা শক্তিই কষ্টকে তাড়ায়।

অপ্রাপ্তি উপলব্ধি শেখায়,
সুখকে গ্রহন করার চিন্তায়,
বিবর্ণতার স্নায়ুকে প্রশ্ন করায়,
আবেগি মন বিভোর চিন্তাতে হারায়।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

বিজন রয় বলেছেন: আপনার ছড়া বা কবিতায় চারপাশের বাস্তব জীবন খুব সুন্দরভাবে চিত্রিত হয়।
++++

২৫ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

২| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৬

জগতারন বলেছেন:
উহ! কি সুন্দর কবিতা !
কষ্ট যে কী ! তাহা আমি জানি।
অল্প বয়সে আমি আসিয়াছিলাম বিদেশে আশা ছিল পড়াশুনা করিবো।
আসিয়াই দেখিলাম বিদেশ বিভূইয়ে এক সীমাহীন কষ্টের প্রান্তর।
তার পর আল্লাহর রহমাতে এখনও টিকে আছি।
বিদেশের কষ্টকে প্রায় জয় করে খুবই ভালো ছিলাম; কিন্তু
রক্তের সম্পর্কের নিকট আত্মীয় -এর পরশ্রীকাতর হিংসায় জীবনটা প্রায়ই মরুভূমির মত এখন।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০০

মীর সাজ্জাদ বলেছেন: পরিবার থেকে বাহিরে থাকার কষ্টটা আমি বুঝি ভাই, আর যারা প্রবাসী তাদের কষ্টটাও তাই অনুধাবন করতে পারি, তবে আপনার কথা শুনে খারাপ লাগছে। দোয়া করি আপনি দ্রুতই সকল কষ্টকে জয় করে সুখের সাগরে ভাসেন।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: আমাকে একটু কবিতা লেখার নিয়ম কানুন শিখিয়ে দেন।
আমি কবিতা লিখতে পারি না। হাতে আসে না। আপনারা প্রতিদিন কত সুন্দর সুন্দর কবিতা লিখছেন। হিংসা হয় আমার।

২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪

মীর সাজ্জাদ বলেছেন: ভাই আপনি চেষ্টা করলেই পারবেন, আপনার চিন্তাভাবনা অনেক গভীর এবং দৃঢ়। যেখানে আমি আপনার ধারের কাছেও নেই।

আপনি যেখানে চিন্তা করেন সম্পূর্ন একটা গল্প নিয়ে আমি সেখানে চিন্তা করি গল্পের কয়েকটা লাইন নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.