![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
সরলা অবলা তুমি হে নব যৌবন,
তোমাকে ঘিরিয়া রুচি কতো না স্বপন।
তোমার কারণে পাড়ি দেই অজস্র বাধা,
তুমিই শক্তি, তুমিই প্রেরণা, খুলিতে পারো ধাধা।
চীরসবুজের রঙে তুমি, সেজে থাকো অবিরত,
তোমাকে ছাড়া জীবন অর্থহীন হত।
সার্থক হয় তোমাতে, যত জীবনের সাধ,
মিটে যায় সকল আশা মনের আহলাদ।
অসহ্য যন্ত্রনাও আসে মনের অঙ্গনে,
দিবস রজনিও কাটে বিনিদ্র নয়নে।
তবে পৃথিবী নিরস হতো তুমি না থাকিলে,
তুমি ই মায়ার জাল হেথায় বুনিলে।
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।