![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
আলো ও আঁধারেই
ঘিরে আছে জীবনের পথ,
তাই বাঁচিবার তরে নিতে হয়
ঝুকিপুর্ন মুক্তির শপথ।
এই জীবন যদি কেবল থাকিতো
আলোয় ঝলমল,
তবে থাকতো না আলোর চাহিদা
এত কলরোল।
অন্যদিকে জীবন থাকিলে
আঁধারে ঢাকা অবিরত,
তাহলে মানুষের বসবাস
পৃথিবীতে অর্থহীন হত।
আলো ও আঁধারেই
জীবনের প্রবাহ থাকে,
তাইতো দিন ও রাতের মাঝেই
চিনি নিজেকে।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১:০৫
সাহিনুর বলেছেন: দারুন লিখেছেন ভাইয়া। বাস্তবকে ভালই চেনেন আপনি মনে হলো ।
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৯
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: কবিতাটা কি আগে একবার পড়েছি নাকি?
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৫
মীর সাজ্জাদ বলেছেন: না ভাই। এটা প্রথমবার পোষ্ট করেছি।
৪| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৫
রাজীব নুর বলেছেন: কবিতাটা কি আগে একবার পড়েছি নাকি?
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৯
আরোগ্য বলেছেন: খুব ভাল লিখেছেন।