![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
আমি থাকবনা যখন
এই সুন্দর পৃথিবীতে,
আমার স্মৃতিও যাবে মুছে
এই মহা প্রস্থানের সাথে সাথে।
থেকে যাবে আমার কিছু কথা,
তাইতো আমি লিখি কবিতা।
যদি আমার কোন লেখা
লাঘব করে কাহারো ব্যথা,
কিনবা কোনো দুর্বলের মনে
ফিরিয়ে আনে পুনরায় আস্থা।
আমার আত্তা পাবে তৃপ্তি,
সেইটি ই হবে আমার সেরা স্মৃতি।
অধিক আর নাই প্রত্যাশা
আমার স্মৃতি চারণে,
যদি থাকে তেমনি ভালোবাসা
কোন বেথিতের অন্তকরনে,
আমার কথার স্মরণে।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ। কারেকশন করে দিচ্ছি।
২| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ।। তৃপ্তিরা শান্তি পাক ...
শুভকামনা প্রিয় কবি ভাইকে ।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ চৌধুরী ভাই। আপনার জন্যও রইল শুভকামনা।
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১
রাজীব নুর বলেছেন: মরে যাওয়ার আগে এমন কিছু কাজ করেন যাতে আপনার মৃত্যুর পর আমরা আপনাকে স্মরন করতে পারি।
০২ রা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
মীর সাজ্জাদ বলেছেন: হয়তো লেখালেখি একমাত্র সম্বল। এ ছাড়া অন্য আর কিছু তো পারি না। দোয়া করবেন ভাই।
৪| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪
ওমেরা বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
আরোগ্য বলেছেন: খুবই ভাল লিখেছেন। শুভ কামনা করি।
ভাইয়া কিছু বানানে ভুল আছে।