![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
অনলাইনে কেনাকাটার আগ্রহটা আমার বেশ আগে থেকেই, ছবি দেখে পছন্দ হলেই তা কিনে ফেলি, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই যেমনটা ভেবেছিলাম পণ্যটি তার থেকে অনেক বেশি নিম্নমানের। আজকাল অনেক বেশি পরিমান অনলাইন কেনাকাটার প্লাটফর্ম তৈরি হয়েছে। তার মধ্যে দারাজ ডটকম অন্যতম। দারাজ সম্পর্কে কিছু বলি, দারাজ হতে আমি কয়েকবার প্যান্ট, শার্ট, টি-শার্ট কিনেছি। প্রতিবারই পণ্যটি হাতে পাওয়ার পর তা আর পছন্দ হয়নি।
দামী, কম দামী সব ধরনের জিনিস কিনে দেখেছি মানটা দামের তুলনায় অনেক বেশি খারাপ থাকে। বন্ধু বান্ধব কয়েকজন ইলেকট্রনিক পণ্য কিনেছে যেগুলো খুব দ্রুতই মেকানিকের নিকট নিতে হয়েছে। এর পর থেকে আমি আর কখনো কোন অনলাইন থেকে কেনাকাটা করি না।
দারাজ এর আগে একটা ৪ টাকার ফ্ল্যাশ সেলের অফার দিয়েছিল, সেখানে প্রতিদিন মোবাইল ফোনসহ আরো অনেক ধরনের পণ্য মাত্র ৪ টাকা করে পাওয়া যেত। আমি সে অফারটিতে চেষ্টা করলাম দেখি আসলেই সত্য কিনা। কিন্তু ফ্ল্যাশ সেল অফার শুরু হওয়ার দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই সবগুলো পণ্য আউট অফ ষ্টক দেখাত। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পরিচিত লোকজন কেউই দারাজের এ ফ্ল্যাশ সেল থেকে কোন পণ্য কিনতে পারেনি। এমনকি অপরিচিত কাউকেও বলতে শুনিনি যে সে কিনতে পেরেছে। ব্লগে কি এমন কেউ আছেন যে কিনা ফ্ল্যাশ সেলের সুযোগ কাজে লাগাতে পেরেছিলেন?
আগামী ১১ নভেম্বর মাত্র ১১ টাকায় কেনা যাবে স্মার্টফোন। বাংলাদেশে ই-কমার্স প্লাটফর্ম দারাজ ডটকমে এই সুবিধা পাওয়া যাবে। ১১ নভেম্বর ২৪ ঘণ্টায় এই বিশেষ অফার নিতে পারবেন দারাজের ক্রেতারা। এই বিজ্ঞাপনটা কয়েকদিন ধরে খুব বেশি পরিমাণ প্রচার হচ্ছে। কিছু লোক তো ১১ তারিখের অপেক্ষায় দিন গুনছেন। সেদিন নাকি আবার ৮৩% পর্যন্ত ছাড় থাকবে কিছু কিছু পণ্যে। ব্যাপারটা লোভনীয় এবং সকলকে সেদিন দারাজে একবার হলেও প্রবেশ করার অনুরোধ করছি। যদি সন্তুষ্ট হতে না পারেন তাহলে এসব ধোকাবাজি অনলাইন থেকে কেনাকাটা বন্ধ করে দিবেন তেমনটাই আশা করি।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫২
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন ভাই।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪
আর্কিওপটেরিক্স বলেছেন: বাংলাদেশে শুধু বই অনলাইনে কিনলে লাভ
রকমারি থেকে বই কিনেছি
দারাজতে guy fawkes mask অর্ডার দিলাম
একটা দিল
গোলাপী গাল আলা মাস্ক
আর Amazon Ebay One plus থেকে কেনাকাটা করি
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩
মীর সাজ্জাদ বলেছেন: তারপরও মানুষ এই সকল প্রতারণাতেই পা দেয়।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৫
মিজভী বাপ্পা বলেছেন: ভাই ঐগুলো শুভংকরের ফাঁকি। গু-জবে কান দিবেন না।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪
মীর সাজ্জাদ বলেছেন: যেভাবে বিজ্ঞাপন দেয় তাতে গুজব বলে মনেই হয় না।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার কাছে সবই ডিজিটাল প্রতারণা বলে মনে হচ্ছে
দারাজতে ডেলিভারি চার্জ ও বেশি
সে ঢাকা হোক আর চট্টগ্রাম হোক
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন। ডিজিটাল প্রতারণা।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৫
রাজীব নুর বলেছেন: অনলাইন শপিং টা আমার খুব অপছন্দ।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬
মীর সাজ্জাদ বলেছেন: পছন্দ হলেই ঝামেলা। অপছন্দটাই ভালো।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
অপু দ্যা গ্রেট বলেছেন:
জ্বী ভাই বই ছাড়া অন্য কিছু কেনাই উচিত না । তাছাড়া এরা দেখায় এক আর দেয় আর এক । আমি সবাইকে বলি আলিবাবা বা এমাজন থেকে কিনতে । কিন্তু আমাদের দেশের লোকজন কোয়ালিটি দেখে না দাম দেখে । এরা কম দাম দেয় তারপর যেই জিনিশ ধাইয়া দেয় সেটা দুই দিন ও থাকে না । তবুও মানুষ কেনে । এদের ব্যবসা বাড়িয়ে চলেছে ।
@আর্কিওপটেরিক্স
আমিও একমত আপনার সাথে । তবে এই প্রতারনা ঠেকাতে হলে সবাইকেই এক সাথে কাজ করতে হবে । এই ভুয়া জিনিশ পত্রে ধরিয়ে দেয়া অনলাইন শপ থেকে কেনাকাটা বন্ধ করতে হবে ।
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন ভাই। আমরা সবাই সচেতন হলে এদের ব্যবসায় আর চলবে না।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি তিন বার কিনেছি প্রতিবারে ঠকা খেয়েছি।
০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
মীর সাজ্জাদ বলেছেন: সবারই একই অবস্থা ভাই।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১
কে ত ন বলেছেন: কিছু কিছু প্রডাক্ট আছে, যা কিনা দারাজ ছাড়া অন্য কোথাও পাওয়া যায়না। মাঝে মাঝে সেগুলো এমন প্রয়োজনীয় হয়ে ওঠে যে দারাজ ছাড়া কোন উপায় থাকেনা।
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২০
মীর সাজ্জাদ বলেছেন: প্রাইভেসির কথা বলতেছেন বুঝতে পারছি। ছোট ছোট প্রয়োজনীয় জিনিস গুলোতে কোন সমস্যা নেই।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১১:৩০
অপু দ্যা গ্রেট বলেছেন:
অনলাইনে শুধু বই কিনি । এছাড়া অন্য কিছুর উপর ভরসা নেই ।