![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
দ্বিধায় ভরা জীবন শহরে,
সংশয় ভাসে হাওয়ায়,
তোমার আকুলে সিদ্ধ এ মন,
চাহনির পরশ ডাইরির পৃষ্ঠাতে বিলায়।
না বোঝার সংকায় উল্লাসিত দু:খ,
ভেঙ্গে দেয় অন্তরের আবেগি সুর,
চিন্তায় মগ্ন প্রতিটি মূহুর্তের ছায়া,
বিকৃত হয়ে বক্র পথে চলে যায় বহু দুর।
বন্দি রাখতে পারি নাকো হায়,
উৎসুক প্রতিটি ভবিষ্যৎ কল্পনার আশা,
এসব কি এতই নিঠুর যে,
বাধতে দেবে না তোমার অন্তরে
আমার ভালোবাসা।
আবদ্ধ শব্দগুলো গুচ্ছ হয়ে
হারিয়ে ফেলেছে আপন ভাষা,
চিন্তার শান্তি থেকে রেহাই পেতে,
সেগুলো পাড়ি দিচ্ছে সাদা কালো পথ
খুঁজে পেতে প্রানের দিশা।
অবশেষ মিলেছে তার সঠিক আলামতের সন্ধান,
চারিদিকে হচ্ছে তারই জয়গান,
পেয়েছি খুঁজে আশ্রয়ের সমাধান,
তুচ্ছ জিনিসে সুখ খুঁজে পাওয়াই এর বিধান।
ছবি সূত্র: ইত্তেফাক সাময়িকী।
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৮
মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২০
চাঙ্কু বলেছেন: অবশেষ মিলেছে তার সঠিক আলামতের সন্ধান,
চারিদিকে হচ্ছে তারই জয়গান,
পেয়েছি খুঁজে আশ্রয়ের সমাধান,
তুচ্ছ জিনিসে সুখ খুঁজে পাওয়াই এর বিধান।
তুচ্ছ জিনিসে সুখ খুঁজে পাওয়ার নাম জীবন!
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭
হাবিব বলেছেন: ভালো লেগেছে.........
০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
মীর সাজ্জাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ স্যার।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।