নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

কঠিন অতীত

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯



স্মৃতির প্রখরতা বিলাসীতার রূপে,
তুচ্ছ করে দেয় অপেক্ষাকে,
অদৃশ্যে হারানো অতীত ভাষা,
খুঁজে পায় না সুখের তীব্রতাকে।

কঠিন পথে অতীত স্বপ্ন,
দেখাতে পারে আলোর ঝলকানি,
শক্তি সাহস সবই আনে,
অতীতের সেই প্রানের দিশারী।

বুকেতে থাকে উদ্যম আশা,
কিছু চাওয়া আর সান্তনার সজীবতায়,
আত্মবিশ্বাসে থাকবে না ফাটল,
কার্য সমাধান করার নিশ্চয়তায়।

ঘুরপাকে রত চিন্তার ঝর্না,
বয়ে চলেছে অবিরত,
চাপা দিয়ে রাখা যায় না তা,
কিন্তু এভাবে চলবে আর কত।

মুছে যাওয়া স্মৃতির তাড়নে,
ফুলতে থাকে আফসোসের ফুসফুস,
কঠিন অতীত কভু পিছু না ছারে,
যতই না থাকুক এ মনের হুঁশ।

ছবিসূত্র- গুগল।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

সাগর শরীফ বলেছেন: সুন্দর ++++

০৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৬

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯

মাহমুদুর রহমান বলেছেন: কবিতা ভালো লেগেছে।আসলে আত্মবিশ্বাস আর আত্মমর্যাদাটুকু ধরে রাখতে পারলে জীবনে আর কিছু লাগে না।

০৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৭

মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: সুন্দর কবিতা।

০৮ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:১৭

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৪

রাজীব নুর বলেছেন: অতীত মূল্যবান।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

মীর সাজ্জাদ বলেছেন: কঠিন অতীত কষ্টের কারণ।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

হাবিব বলেছেন: ভালো হয়েছে ...........অসাধারন

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮

মীর সাজ্জাদ বলেছেন: আপনার নিকট থেকে এমন মন্তব্য পাওয়া সত্যি খুবই আনন্দের। আপনার মঙ্গল কামনা করি।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

ওমেরা বলেছেন: আত্ববিস্বাস থাকলে অনেক কঠিন কাজ করা যায়। কবিতা সুন্দর হয়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৯

মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.