![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।
যুগের শেষাংশ সমাপ্তির একাংশ,
ভাবনার প্রাচুর্য অস্থিরতার অংশ,
নিরাশার সুরহা অপ্রাপ্তিকে করে ধংস,
সে সুরেই বেঁচে থাকার শতাব্দি বিংশ।
বায়ু বহে শীতল করে,
দু:খের পানি বাষ্প হয়,
অসুখ আমার মনের ভেতর,
টানলে কি তা দুরে রয়।
পথের দিশায় ঘুরি আমি,
উত্তম রথে আসন নিয়ে,
কঠিন পথ অতিক্রমে বাধা,
পিছয়ে যাই উত্তর খুঁজতে গিয়ে।
বিলাসী চিন্তায় সৃষ্ট আশা,
ভাগ্যের পরিহাসে হয় বিলীন,
সিট যেনো নেই আমার,
বাসটা যে বিরতিহীন।
সংগ্রমই প্রকৃত জীবন,
কত আর ভালো লাগে এমন,
অপেক্ষাকে আশ্রয় করে,
সৃজনশীল শক্তিকে পুজি করে
করতে হবে গমন।
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
মীর সাজ্জাদ বলেছেন: বিয়ের পর জীবন গোছানো হয়ে যায়।
২| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫
ওমেরা বলেছেন: জীবন মানেই সংগ্রাম। এলোমেলো জীবন গুছাতে গুছাতেই একদিন শেষ।
১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫
মীর সাজ্জাদ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
রাজীব নুর বলেছেন: জীবন হবে গোছানো।