নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

শীতের শুভেচ্ছা ও দাওয়াত

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০৯

ঝির ঝির ঠান্ডা হাওয়ায়, জাগে অনেক ইচ্ছা,
সবাইকে জানাচ্ছি প্রথমা শীতের শুভেচ্ছা।

আলো যেমন আলোকেই করে, অধীক আলোকিত,
শীত তেমনি শীতকালকে করে, আরও কম্পিত।

শীতের সকালে কুয়াশারা যেন, ভ্রমনে বের হয়,
তারই সাথে গাছিরা রস নিয়ে ব্যস্ত রয়।

পাকা রসে গুড়ির পিঠা, স্বাদে যেন চমচম,
অসাধ্য সাধনের গোসল, লাগে কিন্তু সেই রকম।

দাওয়াত রইল পিঠা খাওয়ার, আসবেন সকলে,
নিমন্ত্রণ পেয়ে কিন্তু, থাকবেন না নীরবে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২২

কালো_পালকের_কলম বলেছেন: চিল্লাইয়া চিল্লাইয়া আসবো

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫১

মীর সাজ্জাদ বলেছেন: তাহলে তো আরো ভালো লাগবে।

২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: দেখেন ভাই, মেজাজ খারাপ কইরেন না X((
পিঠা খাইতে কই আসবো সেটাইতো বলেন নাই =p~ :-P

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

মীর সাজ্জাদ বলেছেন: ভাই, যদি আসার নিয়ত থাকে তাহলে ঠিকই পথ চিনে চলে আসতে পারবেন।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৬

ঢাবিয়ান বলেছেন: শীপের সকালে বারান্দা বা ছাদে বসে রোদ পোহানো, ভাপা পিঠা, দুধ চিতই দিয়ে সকালের নাস্তা, চোখ জুরানো শীতের সবজি নিয়ে ভ্যানগাড়ীর আগমন...শীতের দুপুরে টম্যাটো ও ফুলকোপি দিয়ে কই মাছের ঝোল , কুচো চিংরি দিয়ে পালং শাক কিংবা সবজি খিচুরি... রাতে হারকাপানো শীতে কাপতে কাপতে রোহমর্শক একটা গল্পের বই নিয়ে লেপ এর ভেতরে ঢোকা এবং পড়া শেষে বড় আরামের এক ঘুম।

এখন কেবল স্বপ্নের মতই মনে হয় এই দিনগুলো।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

মীর সাজ্জাদ বলেছেন: আহ! ভাইয়া একদম ছোট বেলা কথা গুলো মনে করিয়ে দিলেন। শীতকাল সত্যি অনেক স্মৃতি বহন করে।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

সনেট কবি বলেছেন: এমন দাওয়াত কিভাবে মিস করা যায়?

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৫

মীর সাজ্জাদ বলেছেন: গুরু আপনি দাওয়াত কবুল করলে আমিতো খুবই আনন্দিত হবো।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

রাজীব নুর বলেছেন: এই আধুনিক ধূর্ত বিবেক বিবেচনাহীন সমাজে সংকীর্ণ মনের সংকীর্ণতা ধরতে যাবেন নিজেই সংকীর্ণ হিসেবে উপস্থাপিত হয়ে যাবেন।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

মীর সাজ্জাদ বলেছেন: এত কঠিনভাবে বলছেন কেন ভাই, আসুন না আমরা সকলে সমাজের ইতিবাচক দিকগুলোর দিকে তাকাই, নেতিবাচক যা কিছু আছে তা সকলেই এড়িয়ে চলি, তাহলেই তো সমাজ আপনা আপনি বদলাতে শুরু করবে।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭

মাহমুদুর রহমান বলেছেন: রোজার ঈদে ফেসবুক একজনে একটা স্ট্যাটাস দিল।
" হ্যালো এভ্রিওয়ান আপনাদের সকলের দাওয়াত রইল আমার বাসায়।"

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৯

মীর সাজ্জাদ বলেছেন: ঈদের দাওয়াত আর শীতের দাওয়াত কিন্তু ভিন্ন, ঈদের দাওয়াতে সবাই যাবে না ভেবেই দাওয়াত দিয়েছে। আমি কিন্তু সবাই আগমন আশা করছি।

৭| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এত কঠিনভাবে বলছেন কেন ভাই, আসুন না আমরা সকলে সমাজের ইতিবাচক দিকগুলোর দিকে তাকাই, নেতিবাচক যা কিছু আছে তা সকলেই এড়িয়ে চলি, তাহলেই তো সমাজ আপনা আপনি বদলাতে শুরু করবে।

ভালো থাকুন।

১৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

মীর সাজ্জাদ বলেছেন: আপনিও সবর্দা ভালো থাকুন এই কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.